PIB Fact Check: ভারত সরকার সম্প্রতি শিক্ষাব্যবস্থায় চালু করেছে নতুন শিক্ষানীতি, ২০২০ যার দৌলতে বর্তমান শিক্ষাব্যবস্থায় (New Education Policy) বেশ কিছু ক্ষেত্রে আমূল বদল এসেছে। আর এই বদলের আবহে বেশ কিছু ব্যক্তি ভুয়ো, মিথ্যা খবর ছড়াতে শুরু করেছে। সমাজমাধ্যমে সম্প্রতি একটি বার্তা (PIB Fact Check) খুবই ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে এই নতুন শিক্ষানীতি অনুযায়ী সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দশম শ্রেণির বোর্ড পরীক্ষা (10th Board Exam) বন্ধ করে দিতে চলেছে। ফলে এই তথ্য আদৌ কতটা সত্য তা যাচাই করে দেখেছে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং জানিয়েছে যে এই তথ্য আদপে সম্পূর্ণ মিথ্যা।

Continues below advertisement

এই খবর সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এর সত্যতা যাচাই করার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরো একটি ফ্যাক্ট চেক প্রক্রিয়া চালায় এই প্রসঙ্গে। আর পিআইবি ফ্যাক্ট চেক তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই ছড়িয়ে পড়া বার্তার একটি স্ক্রিনশট পোস্ট করে সমস্ত স্টেকহোল্ডারদের জানিয়েছে যে এই তথ্যের কোনো সত্যতা নেই। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে পোস্টে লেখা হয়েছে যে, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে নতুন শিক্ষানীতি অনুযায়ী দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বন্ধ করার কোনো অভিপ্রায় নেই। এই বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও কিছু সিদ্ধান্ত জানায়নি। ফলে এই ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বন্ধ করতে হবে।

Continues below advertisement

এই ভাইরাল পোস্টে দাবি করা হয়েছিল ৩৪ বছর পরে দেশের শিক্ষাব্যবস্থায় বদল আনা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রীসভার পক্ষ থেকে এই বদল মঞ্জুর করা হয়েছে। এতে ৫ বছরের প্রাথমিক শিক্ষা এবং ৩ বছরের প্রস্তুতি-পর্বকালীন শিক্ষাব্যবস্থা চালু করা হবে। প্রাথমিক শিক্ষার অধীনে ৪ বছরে শিশু ভর্তি হবে নার্সারি ক্লাসে, তারপর জুনিয়র কেজি, সিনিয়র কেজি, প্রথম শ্রেণি এবং দ্বিতীয় শ্রেণি। তারপর তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকবে প্রস্তুতি-পর্বকালীন শিক্ষা।

আর এর সঙ্গে সঙ্গে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির পড়ুয়াদেরকেই দিতে হবে বোর্ড পরীক্ষা। দশম শ্রেণিতে কোনো বোর্ড পরীক্ষা আর নেবে না সিবিএসই। একইসঙ্গে এমফিল কোর্স বন্ধ হবে, স্নাতক ডিগ্রি কোর্স হবে ৪ বছর মেয়াদের। পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের তিনটি প্রাথমিক ভাষা শেখানো হবে যার মধ্যে একটি তাঁর মাতৃভাষা, একটি স্থানীয় ভাষা এবং একটি রাষ্ট্রভাষা। ইংরেজির মত বিদেশি ভাষা কেবল একটি বিষয় হিসেবে পড়ানো হবে। তবে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Fact Check: UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে দিতে হবে ট্যাক্স ? সত্যিটা জানুন