PIB Fact Check: সম্প্রতি একটি ভাইরাল পোস্টে জানা গিয়েছে যে কেন্দ্র সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে। আর এই পোস্ট সমাজমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে। সারা দেশ জুড়ে (Free Laptop) ছড়িয়ে পড়েছে এই পোস্ট। আর যেহেতু এই পোস্টে (Fact Check) বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার কথা বলা হয়েছে তাই বহু শিক্ষার্থী এই পোস্টকে বিশ্বাস করেছিলেন।
আদপেই কি সরকার বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছে ?
আদপে কেন্দ্র সরকার এরকম কোনও বিনামূল্যের ল্যাপটপ দিচ্ছে না। প্রেস ইনফরমেশন ব্যুরো এই ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে যে এই পোস্ট আদপে সম্পূর্ণ ভুয়ো, মিথ্যা। কেন্দ্র সরকার এই ধরনের কোনও প্রকল্পের অধীনে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করছে না শিক্ষার্থীদের। হোয়াটসঅ্যাপে এই লিঙ্ক ছড়িয়ে পড়েছিল। মানুষকে তাই সচেতন করতেই এই পোস্ট করে জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে জানিয়েছে, 'এই বার্তাটি সম্পূর্ণ ভুয়ো এবং লিঙ্কটি প্রতারণামূলক। পিআইবি আরও জানিয়েছে যে, সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা কখনই উচিত নয়। সরকারি সোর্স থেকে তথ্য যাচাই করে নেওয়ার জন্য বলেছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
কিছুদিন আগেই এমনই একটি বার্তা ভাইরাল হয়েছিল সমাজমাধ্যমে যেখানে দাবি করা হচ্ছিল যে পিএম মোদি এসি যোজনার অধীনে বিনামূল্যেই মিলবে ৫ স্টার এসি। আর এই এসি পাবেন ১.৫ কোটি মানুষ। এমনও বলা হয়েছিল পোস্টে যে এই স্কিমে নাম লেখানোর ৩০ দিনের মধ্যেই বাড়িতে এসি ইনস্টল করে দিয়ে যাবে। ২০২৫ সালে মে মাস থেকে এই এসি বিতরণ শুরু হবে বলে দাবি করা হয়। প্রেস ইনফরমেশন ব্যুরো যদিও এই পোস্টের সত্যতা প্রকাশ করে জানিয়েছে যে এটি সম্পূর্ণ ভুয়ো পোস্ট।
প্রেস ইনফরমেশন ব্যুরো গত ১৮ এপ্রিল তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডলে এই ভাইরাল পোস্টটি তুলে জানিয়েছে যে, এমন কোনও প্রকল্পের কথা সরকার ঘোষণা করেনি। পোস্টের ছবি দিয়ে ব্যুরো এটিকে ভুয়ো বলে দাবি করেছে। বিনামূল্যে ৫ স্টার এসি বিতরণ নিয়ে কোনও সরকার বা কোনও সংস্থা ঘোষণা করেনি বলেই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো।
এই জালিয়াতির হাত থেকে কীভাবে বাঁচবেন
এই ধরনের প্রতারণা থেকে দূরে থাকা খুবই জরুরি। কারণ প্রতারকরা সবসময় কোনও না কোনও উপায়ে ভুয়ো লিঙ্কের মাধ্যমে টাকা লুটের চেষ্টা করে থাকে। এই লিঙ্কগুলি সম্পর্কে নিরপেক্ষ থাকার বদলে বারবার যাচাই করে নেওয়া দরকার এবং দেখে নেওয়া দরকার যে এগুলি আদপেই কোনও সরকারি প্রতিষ্ঠান কর্তৃক প্রচারিত হয়েছে কিনা। সরকারের তরফে কোনও লিঙ্ক পাঠানো হলে তাঁর শেষে .nic বা .gov আছে কিনা তা পরীক্ষা করে দেখে নিতে হবে।