কলকাতা: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হচ্ছে শুক্রবার। এই সময়েই দেখা যাচ্ছে নানা পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। সেখানে শোনা যাচ্ছে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করছেন। ভাইরাল ভিডিওটির পোস্টে দাবি করা হয়েছে উদ্ধব ঠাকর যিনি কড়া বিজেপি বিরোধী হিসেবেই পরিচিত- তিনি লোকসভা নির্বাচনে মোদির পক্ষে ভোট করার জন্য বলছেন। কিন্তু ভিডিওটি কি সত্যি? Fact Cresendo- অনুসন্ধান করে দেখেছে যে ভিডিওটি শেয়ার করা হয়েছে সেটি আসলে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ভিডিও। সেই সময় উদ্ধব ঠাকরের শিবসেনা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এর শরিক ছিল। হঠাৎ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় সেই ভিডিও অর্ধতথ্য দিয়ে পরিবেশন করা হয়েছে।
ভিডিওটি নিয়ে কী দাবি করা হয়েছে?
ওই শর্ট ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে উদ্ধব ঠাকরে কংগ্রেসের সমালোচনা করছেন এবং মোদির প্রশংসা করছেন। ভিডিওতে তিনি বলছেন, 'আপনারা মোদির পক্ষে ভোট দিচ্ছেন না। আপনারা আপনাদের ভবিষ্যতের জন্য ভোট দিচ্ছেন।' ওই ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে, 'জনগণ, আপনার এই মরাঠি ভদ্রলোকের বক্তব্য মানুন এবং নরেন্দ্র মোদির জন্য় ভোট করুন।'
ফ্যাক্ট চেক:
এই ভিডিও ক্লিপটির বক্তব্য বিশ্লেষণ করে দেখা গিয়েছে এটি এক দশক পুরনো একটি ভিডিও। ২০১৪ সালের ২১ এপ্রিল এই বক্তব্য রেখেছিলেন উদ্ধব ঠাকরে। মুম্বইয়ের BKC গ্রাউন্ডে শিব সেনা ও বিজেপির একটি যৌথ নির্বাচনী প্রচারে এই বক্তব্য রেখেছিলেন উদ্ধব ঠাকরে। ওই বক্তব্যের সম্পূর্ণ অংশ রয়েছে ইউটিউবে। ১১:২৮ মিনিট থেকে শোনা যাবে ঠাকরের বক্তব্য। ২০১৪ সালে শিব সেনা ও বিজেপি জোট ছিল এবং জোটে থেকেই সেই সময়ের লোকসভা নির্বাচন লড়েছিল তারা।
সেই সময় নরেন্দ্র মোদির হয়ে প্রচারের সময় উদ্ধব ঠাকরে বলেছিলেন, 'নিজেরে জিজ্ঞেস করুন, কার দেশের মুখ হওয়া উচিত? যদি কেউ নরেন্দ্র মোদিকে বাদ দেন তাহলে আর কে আছে? কংগ্রেসের এমন কেউ আছেন যিনি প্রধানমন্ত্রিত্বের পদের জন্য উপযুক্ত? তাদের কেউ নেই। সেখানে সবাই দুর্নীতিগ্রস্ত। আপনার শুধুমাত্র নরেন্দ্র মোদির জন্য ভোট দিচ্ছেন না। আপনাদের ভবিষ্যতের জন্য় ভোট দিচ্ছেন।' ওই নির্বাচনের প্রচারে হাজির ছিলেন খোদ নরেন্দ্র মোদি। উপস্থিত ছিলেন দেবেন্দ্র ফড়ণবীশ এবং গোপীনাথ মুন্ডেও।
Zee 24-Tass ও ওই খবরের সম্প্রচার করেছিল।
শিব সেনা এবং বিজেপি ২৫ বছরেরও বেশি সময় ধরে জোটশরিক ছিল। ২০১৯ সালের মহারাষ্ট্র বিধানসভা ভোটের পর তারা আলাদা হয়ে যায়। তারপর থেকেই উদ্ধবের শিব সেনা ও বিজেপির মধ্যে বনিবনা হয় না।
যে সিদ্ধান্তে উপনীত হওয়া গেল:
ফলে এটা স্পষ্ট যে এখন যে লোকসভা নির্বাচন হচ্ছে তার জন্য নরেন্দ্র মোদির সমর্থনে কথা বলেননি উদ্ধব ঠাকরে। এই ভাইরাল ভিডিওটি আদতে ২০১৪ সালের। যখন শিব সেনা ও বিজেপি জোটশরিক ছিল তখন মোদির জন্য প্রচার করেছিলেন উদ্ধব ঠাকরে। তাঁর বর্তমান রাজনৈতিক অবস্থানের সময় এই বক্তব্য রাখেননি তিনি।
Disclaimer: শক্তি কালেকটিভ (Shakti Collective)-এর অংশ হিসেবে মূল ফ্যাক্টচেক আর্টিকলটি প্রকাশ করেছিল Fact Cresendo. আর্টিকলটি এবিপি লাইভ বাংলা- দ্বারা অনুবাদিত এবং অনুলিখিত
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।