ফ্যাক্ট চেক
ভিডিওটির সত্যতা কী আছে- বিভ্রান্তিকর
এই ভিডিও ফুটেজটি ২০১৯ থেকেই অনলাইনে রয়েছে। যা এই নির্বাচনের ভিডিও বলে দাবি করা হচ্ছে।
ভিডিও নিয়ে কী দাবি?
ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দুই মহিলা ভোটার ভোট দেওয়ার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে, অভিযোগ করা হয়েছে যে তাঁরা ২০২৪ এর লোকসভা নির্বাচনে ভোট দিচ্ছেন। সেখানে তাঁদে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) ভোট দিতে বাধ্য করা হয়েছে।
উত্তরপ্রদেশ কংগ্রেসের অফিসিয়াল এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্ট ভিডিওটি শেয়ার করেছে এবং লিখেছেন, “এই ভিডিওটি @ECISVEEP- এর মুখে একটি জোরে চড়, যিনি দেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনার ভান করে ঘুমিয়ে আছেন। বিজেপির ৪০০ পেরিয়ে যাওয়ার স্বপ্ন কি নির্বাচন কমিশন করছে? তাই তারা এমন আত্মবিশ্বাসের সঙ্গে স্লোগান দিচ্ছে যে তারা ৪০০ পেরিয়ে যাবে।” এই পোস্টটি ১৫৬০০০ বারের বেশি দেখা হয়েছে। পোস্টটির আর্কাইভ সংস্করণগুলি এখানে , এখানে এবং এখানে পাওয়া যাবে ।
তবে লজিক্যালি ফ্যাক্টস জেনেছে ভিডিওটি অন্তত পাঁচ বছরের পুরনো।
আমরা কী খুঁজে পেয়েছি-
ভাইরাল ভিডিওর কীওয়ার্ড ব্যবহার করে একটি রিভার্স ইমেজ সার্চ করা হয়েছে। তখন দেখা গিয়েছে ১৫ মে, ২০১৯-এ হিন্দুস্তান টাইমসের রাজনৈতিক সম্পাদক বিনোদ শর্মা দ্বারা শেয়ার করা একটি X পোস্ট (এখানে আর্কাইভ করা) পাওয়া গেছে৷ পোস্টটিতে একই ভাইরাল ভিডিও রয়েছে৷ ক্যাপশনে লেখা, “আরেকটি কীর্তি #নির্বাচনকমিশনের। এটা হতবাক করার মতো।”
একই ভিডিও শেয়ার করে ২০১৯ সালের মে মাসে আরেকটি X পোস্ট (এখানে আর্কাইভ করা) পাওয়া গিয়েছে। এপ্রিল থেকে মে মাসের মধ্যে সাত ধাপে ভারতে লোকসভা নির্বাচন হচ্ছে। তবে এক্ষেত্রে লজিকাল ফ্যাক্টস স্বাধীনভাবে উক্ত ভিডিওটির অবস্থান বা তারিখ নিশ্চিত করতে পারেনি।
সিদ্ধান্ত
২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রভাবিত করার দাবি করে একটি পাঁচ বছরের পুরনো ভিডিও শেয়ার করা হয়েছে। অতএব, এই দাবিটিকে বিভ্রান্তিকর হিসাবে চিহ্নিত করা হচ্ছে।
এই প্রকাশিত প্রতিবেদনটি লজিক্যালি ফ্যাক্টস কর্তৃক প্রকাশিত এবং এবিপি লাইভ বাংলার অনুবাদ করা শক্তি কালেক্টিভের অংশ হিসেবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে