সম্প্রতি অনলাইনে রাহুল গান্ধীকে নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে। যা নিয়ে তুমুল জল্পনা চলছে। ভিস্তারা বিমানের একটি বোর্ডিং পাসের ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পরই থাইল্যান্ড যাচ্ছেন। ভাইরাল হওয়া ওই চিঠিতে দেখা যাচ্ছে ৫ জুনে দেশের বাইরে যাচ্ছেন সনিয়া-পুত্র। 


তবে এই ছবিটি নিয়ে ফ্যাক্ট চেক করে বুম। দেখা গিয়েছে, ছবিটি ডিজিটালভাবে পরিবর্তিত হয়েছে। যে আসল বোর্ডিং পাসটি অজয় ​​আওতানির। যিনি ২০১৯ সালে দিল্লি থেকে সিঙ্গাপুরে ভিস্তারা ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করেছিলেন। 


লোকসভা নির্বাচনের জন্য সাত দফার ভোট ১ জুন, ২০২৪-এ শেষ হয়েছে। ৪ জুন ফলাফল ঘোষণা। এই ছবির সঙ্গে ক্যাপশনে লেখা আছে, "রাহুল গান্ধীর ৫ জুন, ২০২৪ বিজনেস ক্লাস ভিস্তারা এয়ারলাইন্সের বিমানের টিকিট"।




পোস্ট দেখতে এখানে ক্লিক করুন এবং পোস্টটির আর্কাইভ দেখার জন্য ক্লিক করুন এখানে। 


আরেকজন এক্স ব্যবহারকারী ক্যাপশনে ছবিটি শেয়ার করেছেন, "রাহুল গান্ধী ৫ জুন ব্যাংককে পালিয়ে যাচ্ছেন।"




পোস্ট দেখতে এখানে ক্লিক করুন এবং আর্কাইভ দেখার জন্য এখানে ক্লিক করুন।


ফ্যাক্ট চেক বুম প্রথমে ছবিটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে এবং ভাইরাল বোর্ডিং পাসে একটি উল্লেখযোগ্য অসঙ্গতি লক্ষ্য করেছে। বোর্ডিং পাসে ফ্লাইট নম্বর দুটি জায়গায় আলাদা - এটি একটি জায়গায় 'UK121' হিসাবে উল্লেখ করা হয়েছে, এবং অন্য জায়গায় এটি 'UK115' হিসাবে তালিকাভুক্ত রয়েছে। 


তারপরে আমরা ভাইরাল ছবিতে একটি রিভার্স ইমেজ সার্চ করা হয়। 'লাইভ ফ্রম এ লাউঞ্জ' নামে একটি ওয়েবসাইটে প্রকাশিত ৯ আগস্ট, ২০১৯ তারিখের একটি রিপোর্টে আসল বোর্ডিং পাস নিয়ে ছবিটি দেখা যায়। 


আসল ছবিতে, বোর্ডিং পাসটি অজয় ​​আওতানির। যার থাইল্যান্ড যাওয়ার তারিখ ৬ আগস্ট, ২০১৯ হিসাবে উল্লেখ করা হয়েছে ওই টিকিটে।




এখানে ভাইরাল ছবি এবং ২০১৯ এ প্রকাশিত আসল ছবির মধ্যে একটি তুলনা করা হয়েছে। 




বুমের তরফে ওই রিপোর্টের লেখক ও লাইভ ফ্রম এ লাউঞ্জের প্রতিষ্ঠাতা ও সম্পাদক অজয় ​​আওতানির সঙ্গে যোগাযোগ করা হয়। আওতানি বুমকে জানিয়েছেন ২০১৯ সালের বোর্ডিং পাসটি তাঁর। 


তিনি এও বলেন, "হ্যাঁ, এটি ছিল ভিস্তারার প্রথম আন্তর্জাতিক ফ্লাইট, এবং আমার বোর্ডিং পাস এটি। দেখা যাচ্ছে, যিনি ছবিটি সম্পাদনা করেছে সে বোর্ডিং পাসে তালিকাভুক্ত দুটি জায়গার একটিতে ফ্লাইট নম্বর পরিবর্তন করতে ভুলে গেছে।"  


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বুম এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।  



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে