করাচি: প্রয়াত হয়েছেন পাকিস্তানের (Oakistan Cricket Team) কিংবদন্তি ক্রিকেটার শাহিদ আফ্রিদি (Shahid Afridi)?
তোলপাড় পড়ে গিয়েছে বিশ্ব ক্রিকেটে । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ক্রিকেট বিশ্বকে নাড়িয়ে দিয়েছে । এতে দাবি করা হচ্ছে যে, প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদির মৃত্যু হয়েছে ।
আফ্রিদি কয়েক দিন আগেও ভারত-বিরোধী মন্তব্যের কারণে সংবাদ শিরোনামে ছিলেন । ভারতীয় সেনা দ্বারা পরিচালিত অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর সময় তিনি বহুবার ভারতীয় সেনা এবং ভারতের মানুষকে নিশানা করে কড়া মন্তব্য করেছিলেন । সেই আফ্রিদি কি মৃত? আসুন, পুরো সত্যিটা জেনে নিই ।
এই ভাইরাল ভিডিওতে বলা হচ্ছে যে, পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদির মৃত্যু হয়েছে । তাঁকে করাচিতে কবর দেওয়া হয়েছে । এছাড়াও ভিশন গ্রুপের চেয়ারম্যান সহ অনেক কর্মকর্তার শোক প্রকাশেরও দাবি করা হয়েছে । তবে খতিয়ে দেখা যায়, ভাইরাল হওয়া এই ভিডিওটি এআই (AI) দ্বারা তৈরি করা হয়েছে, যার মধ্যে কোনও সত্যতা নেই । আফ্রিদি সম্পূর্ণ সুস্থ আছেন এবং তাঁর মৃত্যুর খবরটি মিথ্যা ।
জানিয়ে রাখা যাক যে, অপারেশন সিঁদুর-এর সময়ে ভারত সরকার শাহিদ আফ্রিদি এবং শোয়েব আখতার সহ অনেক পাকিস্তানি ক্রিকেটার এবং অনেক বিশিষ্ট ব্যক্তির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছিল । আফ্রিদি বহু বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন ।
শাহিদ আফ্রিদি ২০১৭ সালে ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন । তিনি তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে পাকিস্তানের প্রতিনিধিত্ব করে ১১ হাজারের বেশি রান করেছেন এবং তিনটি ফর্ম্যাটে মোট ৫৪১ উইকেটও নিয়েছেন । একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড এখনও তাঁর নামের পাশেই রয়েছে । তিনি তাঁর ODI কেরিয়ারে ৩৫১টি ছক্কা মেরেছেন, ভারতের তারকা ব্যাটার রোহিত শর্মা তাঁর থেকে মাত্র ৭টি ছক্কা দূরে রয়েছেন ।