দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বিনিয়োগ স্কিমের প্রচার করছেন এবং দেশবাসীকে এই স্কিমে টাকা রাখার জন্য অনুপ্রাণিত করছেন যেখানে একবার মাত্র ২১ হাজার টাকা রাখলে প্রতি মাসেই নিশ্চিত হারে ৩.৫ লক্ষ টাকা করে পাওয়া যাবে। এই মর্মে একটি বার্তা তুমুল ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে আর সেই বার্তায় প্রসিদ্ধ সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র একটি প্রতিবেদনের জাল (বানানো) ছবি দেখিয়ে এই স্কিমের সত্যতা প্রমাণের চেষ্টা করা হচ্ছে আর মোদির একটি ডিপফেক ভিডিয়োর মাধ্যমে স্কিমের প্রচার চালানো হচ্ছে। এই স্কিমটি সম্পূর্ণ ভুয়ো এবং প্রতারণাময়। দেশের প্রধানমন্ত্রী এমন কোনও স্কিমের প্রচার করেননি, সরকারি তরফে এমন কোনও স্কিম আনা হয়নি, সাফ জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো এবং সমস্ত দেশবাসীকে এই ধরনের প্রতারণাময় মেসেজ বা বার্তায় দেওয়া লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
এই ভাইরাল হওয়ার বার্তায় জানানো হচ্ছে যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে কোয়ান্টামএআই নামে একটি প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এবং এই প্ল্যাটফর্মের ব্যাপারে সমাজমাধ্যমে ‘ট্রানসাকশন রাইটস ৫৪’ নামে একটি চ্যানেল বা প্রোফাইল থেকে প্রচার চালানো হচ্ছে। এই চ্যানেলের মাধ্যমেই একটি প্রচারমূলক ভিডিয়ো প্রকাশ করা হয় ও শেয়ার করা হয় যেখানে প্রধানমন্ত্রী মোদিকে এই স্কিমের ব্যাপারে বলতে শোনা যায়।
ভাইরাল বার্তায় দাবি করা হচ্ছে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রক একটি নতুন বিনিয়োগ স্কিম চালু করেছে যেখানে একবার মাত্র ২১ হাজার টাকা জমা করলে মাসে মাসে ৩.৫ লক্ষ টাকা করে পেয়ে যাবেন গ্রাহকরা। প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের এক্স হ্যান্ডলে স্পষ্ট জানিয়েছে যে এই স্কিম সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে। এই ছবি ও ভিডিয়ো ভুয়ো, এআই দিয়ে বানানো। এমনকী ইন্ডিয়া টুডে-র যে স্ক্রিনশট দেওয়া হয়েছে তাও মিথ্যে, ইন্ডিয়া টুডে সংবাদমাধ্যম এমন কোনও প্রতিবেদন কখনই প্রকাশ করেনি।