কলকাতা: অনেকেই স্টক মার্কেট, শেয়ার মার্কেট থেকে সরকারি প্রকল্পে বিনিয়োগ করে বড় লাভের আশা করে থাকেন। বেশ কিছু সরকারি প্রকল্প রয়েছে, যেখানে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার আশা থাকে। যদিও যে কোনও বিনিয়োগেই বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করেই তা করার নির্দেশ দেওয়া হয়।
এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলছেন যে এভাবে বিনিয়োগ করলে দৈনিক ১.২৫ লক্ষ টাকা লাভ পেতে পারেন আপনিও। ভিডিওতে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি বিনিয়োগ প্রকল্প অনুমোদন করছেন যা ২১ হাজার টাকা বিনিয়োগে দৈনিক ১.২৫ লক্ষ পর্যন্ত মুনাফা প্রদানের প্রতিশ্রুতি দেয়।
অনেকেই অবশ্য এটি বিশ্বাস করতে পারেননি। প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) ফ্যাক্ট চেক জানাচ্ছে এটি আদতে ভুয়ো। PIB Fact Check সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে জানিয়েছে, ভিডিওটি ডিজিটালভাবে ম্যানিপুলেটেড। এমন কোনও বিনিয়োগ প্রকল্প চালু করা হয়নি ভারতবর্ষে। প্রধানমন্ত্রী মোদি বা ভারত সরকার এমন কোনও প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত নয়।
এও বলা হয়, এই ভিডিওটি ডিপফেক ভিডিওর মাধ্যমে তৈরি করা হয়েছে। ডিপফেকগুলিকে আপনাকে বোকা বানাতে দেবেন না- এমনটাই বলা হয়েছে পিআইবির তরফে। শেয়ার করার আগে সর্বদা যাচাই করুন, এমনটাই বলা হয়েছে।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে PIB, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।