Rs 500 Notes: ভারত সরকার সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টের প্রত্যক্ষ জবাব দিয়েছে। এই পোস্টে দাবি করা হয়েছে যে ভারত সরকারের রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে দেশের সমস্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা এটিএমগুলিতে ৫০০ টাকার নোট না রাখেন আগামী সেপ্টেম্বর মাস থেকে। অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশে দেশের সমস্ত এটিএমে ৫০০ টাকার নোট আর পাওয়া যাবে না বলেই দাবি করা হচ্ছে এই পোস্টে। তবে কেন্দ্র সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ এই দাবিকে সম্পূর্ণ ভুয়ো বলে চিহ্নিত করেছে।
প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক বিভাগ তাদের আনুষ্ঠানিক সমাজমাধ্যমে এই তথ্য শেয়ার করে স্পষ্ট জানিয়েছে যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং প্ররোচনাময়। রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে এমন কোনও নির্দেশিকা ব্যাঙ্কগুলিকে দেওয়া হয়নি। এমনকী পিআইবি ফ্যাক্ট চেক সমাজমাধ্যমে হোয়াটসঅ্যাপে শেয়ার হওয়া ভাইরাল বার্তাটির একটি স্ক্রিনশটও এখানে পোস্ট করে সকলকে সতর্ক করেছেন।
ভুয়ো বার্তায় কী বলা হয়েছে
সমাজমাধ্যমে বেশ কিছু দিন ধরেই একটি বার্তা ছড়িয়ে পড়েছে যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্ককে ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে তাদের সমস্ত এটিএমে ৫০০ টাকার নোট না রাখার নির্দেশ দিয়েছে। সেই বার্তায় লেখে রয়েছে, ‘রিজার্ভ ব্যাঙ্ক দেশের সমস্ত ব্যাঙ্ককে ৩০ সেপ্টেম্বর ২০২৫ সালের মধ্যে এটিএম থেকে ৫০০ টাকার নোট দেওয়া বন্ধ করতে বলেছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যে এই বছরের মধ্যে সমস্ত ব্যাঙ্ক এটিএমের ৭৫% এবং ৩১ মার্চ ২০২৬ তারিখের মধ্যে ৯০% এটিএম থেকে ৫০০ টাকার নোট তুলে নেওয়া হবে। ভবিষ্যতে এটিএম থেকে কেবল ২০০ এবং ১০০ টাকার নোটই দেওয়া হবে। তাই এখন থেকে আপনার হাতে থাকা ৫০০ টাকার নোট বাতিল করা শুরু করুন।’
সরকার দিয়েছে স্পষ্টীকরণ
ইতিমধ্যেই কেন্দ্র সরকার স্পষ্ট করে জানিয়েছে যে দেশের সমস্ত ব্যাঙ্ককে কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে এমন কোনও নির্দেশিকা জারি করেনি এবং ৫০০ টাকার নোট এখনও আরবিআই দ্বারা সমর্থিত বৈধ মুদ্রা হিসেবেই প্রচলিত থাকবে। প্রেস ইনফরমেশন ব্যুরো এক্স হ্যান্ডলে এই বার্তা দিয়েই সকল নাগরিককে যে কোনও রকম প্ররোচনা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে। পিআইবি জানিয়েছে, ‘এই ধরনের ভুল তথ্যের ফাঁদে পা দেবেন না। বিশ্বাস বা শেয়ার করার আগে সর্বদা সরকারি উৎস থেকে খবর যাচাই করুন!’