নয়াদিল্লি : সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে ব্যবহারকারীরা অনেকে দাবি করছেন যে, বাজারে এবার নতুন ৩৫০ টাকার নোট চলে এল। ভাইরাল সেই ছবিতে সাড়ে তিনশো টাকার নোটের একটি বান্ডিল দেখা যাচ্ছে। কিন্তু, এই দাবি কি সত্যি ? বাজারে কি সত্যিই সাড়ে তিনশো টাকার নোট এসেছে ? এনিয়ে পিটিআই ফ্যাক্ট চেক করে জানিয়েছে, ভাইরাল দাবিটি মিথ্যা। তাদের অনুসন্ধানে উঠে এসেছে যে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ₹৩৫০ এর নতুন নোট জারি করার বিষয়ে কোনও অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করেনি।

Continues below advertisement

কী দাবি-

১০ মার্চ সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে একটি ছবি শেয়ার করে এক ব্যবহারকারী লিখেছেন, "নতুন এসেছে মার্কেটে।" যেখানে ৩৫০ টাকার নোটের দুটি বান্ডিল দেখা যায়। এখানে দেখা যাবে পোস্টের লিঙ্ক

Continues below advertisement

একই সময়ে, অন্য একজন ব্যবহারকারী ৮ মার্চ ফেসবুকে একই দাবি সহ একটি ভাইরাল ছবি শেয়ার করেছেন।

কী উঠে এল অনুসন্ধানে ?

পিটিআই ফ্যাক্ট চেক ডেস্ক ভাইরাল দাবির সত্যতা খুঁজে বের করার জন্য প্রাসঙ্গিক কিওয়ার্ড সহ Google অনুসন্ধান করে। কিন্তু তাতে কোনও বিশ্বাসযোগ্য মিডিয়া রিপোর্ট পাওয়া যায়নি। তদন্তের পরবর্তী অংশে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইট স্ক্যান করা হয়। যেখানে আরবিআই দ্বারা জারি করা ব্যাঙ্ক নোটের সেটগুলির ছবি পাওয়া যায় ৷ এতে ৩৫০ টাকার নোটের তেমন কোনো ছবি ছিল না। ওয়েবসাইটের লিঙ্ক দেখুন।

এর পাশাপাশি RBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQs) বিভাগে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে প্রচলিত ₹10, ₹20, ₹50, ₹100, ₹200, ₹500 এবং ₹2000 এর ব্যাঙ্কনোট। এখন পর্যন্ত এই তদন্তে, এটা স্পষ্ট হয়ে গেছে যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্টটি ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হয়েছে যে RBI শীঘ্রই ₹350 নোট ইস্যু করতে চলেছে, তা সম্পূর্ণ জাল।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে পিটিআই এবং শক্তি কালেক্টিভের (Fact Check : पीटीआई फैक्ट चेक: ₹ 350 के नए नोट मार्केट में आने का दावा करता यह पोस्ट फर्जी है, एडिटेड फोटो की जा रही शेयर) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন ; RBI: এবার ৫০০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক, কী বলল RBI ?