Claim: ভিডিয়োতে দেখা যাচ্ছে ভারতীয় অভিবাসীদের হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো আছে।


Fact: এই ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যা। যে অভিবাসীদের দেখা যাচ্ছে ভিডিয়োতে তাদের আদপে গুয়াতেমালায় নিয়ে যাওয়া হচ্ছে।


একটি ২০ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপে দেখা যাচ্ছে মানুষজনের হাতে হাতকড়া, পায়ে শিকল পরানো। সমাজমাধ্যমে তুমুল ভাইরাল হয়ে গিয়েছে এবং দাবি করা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় অভিবাসীদের বন্দির মত ফেরত পাঠাচ্ছে। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়ে আসার পরে পরেই ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ সীমান্তে একটি জরুরি অবস্থা জারি করেন বেআইনি অনুপ্রবেশ রোধ করার জন্য। আর লক্ষ লক্ষ অপরাধী অভিবাসীদের ফেরত পাঠানো শুরু হয়। এই সিদ্ধান্তের পরেই শতাধিক অভিবাসীকে ফেরত পাঠানো হয় এবং আরও হাজার হাজার অভিবাসীকে শনাক্ত করা হয়েছে, ক্রমে তাদেরও ফেরত পাঠানো হবে।


কী দাবি ?


এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, একদল মানুষকে হাতে-পায়ে শিকল পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সামনে একজন উর্দিধারী মিলিটারি অফিসার দাঁড়িয়ে আছেন। ভিডিয়োতে একটি বিমানের রাডারও নজরে এসেছে। এক্স হ্যান্ডলে এই ভিডিয়ো পোস্ট করা হয় যার ক্যাপশনে লেখা ছিল, 'ভারতবাসীকে এরকম করে আর কোনো দেশ কখনও অত্যাচার করেনি...বেআইনি ভারতীয় অভিবাসীদের হাতকড়া পরিয়ে নিয়ে যাচ্ছে ট্রাম্প এবং এমন ব্যবহার করছে যেন তারা সন্ত্রাসবাদী, এটা ভারতের পক্ষে অত্যন্ত অপমানজনক'।


এখানে পোস্টটি দেখুন


ফ্যাক্ট চেক


নিউজমিটারের ফ্যাক্ট চেক ডেস্ক তদন্ত করে জানিয়েছে, এই ভাইরাল ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যে। এই ভিডিয়োতে কোনো ভারতীয় অভিবাসীকে দেখা যাচ্ছে না যাদের ফেরত পাঠানো হচ্ছে বন্দির মত। রিভার্স ইমেজ সার্চ করে নিউজমিটার দেখেছে, ভাইরাল ভিডিয়ো ক্লিপের সম্পূর্ণ অংশ আদপে এএনআইয়ের একটি ইউটিউবে আপলোড করা ভিডিয়োর মধ্যে রয়েছে, ৩১ জানুয়ারি ২০২৫ এই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ভিডিয়োর ৬ মিনিট ১২ সেকেন্ডের মাথায় এই ফুটেজ রয়েছে।


ভিডিয়োর বিবরণ অনুযায়ী মার্কিন প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে এই ভিডিয়ো প্রকাশ করা হয়েছিল ২৭ জানুয়ারি ২০২৫। এখানে দেখা যাচ্ছে টেক্সাসের ফোর্ট ব্লিস বিমানবন্দর থেকে একটি অভিবাসন বিমানে নিয়ে যাওয়া হচ্ছে বেআইনি অভিবাসীদের। তত্ত্বাবধান করছে মার্কিনি কাস্টমস ও সীমান্ত সুরক্ষা বাহিনী।


পোস্ট দেখুন এখানে


ফ্রান্স ২৪ সংবাদমাধ্যমের রিপোর্টে দেখা যাচ্ছে, ২৫ জানুয়ারি একটি সংবাদ এসেছে ট্রাম্পের প্রেসিডেন্টশিপের সময় প্রথমবার অভিবাসন বিমান এসে পৌঁছেছে লাতিন আমেরিকায় যেখানে ভাইরাল ফুটেজ থেকে একটি ছবিও প্রকাশ পেয়েছিল। কিওয়ার্ড সার্চ করে দেখা যাচ্ছে, ২৪ জানুয়ারি প্রকাশ পাওয়া একটি সংবাদে লেখা রয়েছে, দুটি সি ১৭ গ্লোবমাস্টার ৩ বিমান টেক্সাসের ফোর্ট ব্লিস থেকে ছেড়ে তাসকান, অ্যারিজোনা এবং গুয়াতেমালায় পৌঁছেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে ভিডিয়োতে দেখতে পাওয়া অভিবাসীরা ভারতীয় নয়। ফলে নিউজমিটার সিদ্ধান্ত নিয়েছে যে এই ভাইরাল ভিডিয়োর দাবি সম্পূর্ণ মিথ্যে।  


ডিসক্লেমার: এই প্রতিবেদনটি প্রকাশ করেছে নিউজমিটার এবং শক্তি কালেক্টিভের অংশ হিসেবে, প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।