নির্বাচনী আবহে নরেন্দ্র মোদির সভার ফাঁকা দর্শকাসনের একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করে কটাক্ষের সুরে লেখা হয়েছে, “নদিয়ার কল্যাণীতে মোদির সভায় উপচে পড়া জমায়েত। মোদিজি মমতার সভাগুলোর জমায়েত মিডিয়া ভয়ে দেখায় না।”
ভাইরাল ভিডিয়োটির একটি কি ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে আমরা দেখতে পাই যে ৩০ এপ্রিল একই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল এবং ওই পোস্টে ভিডিয়োটি মোদির পুনের জনসভার বলে দাবি করা হয়েছিল।
এরপর দেখা যায় যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো ২৯ এপ্রিল পোস্ট করা হয়েছিল। তাতে প্রধানমন্ত্রীকে লাল পাগড়ি ও নীল রঙের কোট পরিহিত দেখা যায়। ঠিক যেমনটা ভাইরাল ভিডিয়োতে দেখতে পাওয়া যায়।
এরপর দুটো ভিডিয়োতে থাকা এলইডি স্ক্রিন ও তাঁবুর অবস্থানের তুলনা করলে, সেটাও মিলে যায়।
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি মোদির কল্যাণীর সভার নয়, বরং সেটি মহারাষ্ট্রের পুনের সভার।
ডিসক্লেমার: এই প্রতিবেদনটি নিউজ চেকার দ্বারা প্রকাশিত হয়েছে শক্তি কালেক্টিভের অংশ হিসাবে। শিরোনাম এবং সংক্ষিপ্তসার ব্যতীত প্রকাশিত তথ্য এবিপি লাইভ বাংলার দ্বারা সম্পাদনা করা হয়নি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে