দেশের সার্বিক বিকাশে বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কেন্দ্রীয় সরকার। কন্যা সন্তানের জন্য বিশেষ যোজনা থেকে মহিলাদের স্বনির্ভর করার ডাক দিয়েছে সরকার। এবার মোদি সরকারের নামে একটি বিশেষ প্রকল্পের কথা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। জেনে নিন, কী এই প্রকল্প।
আজকাল প্রতিটি তরুণ-যুবকই চায় যেন তাদের কাছে নিজস্ব একটি মোবাইল ফোন বিশেষত স্মার্টফোন এবং একটি নিজস্ব ল্যাপটপ থাকে। উন্নত শিক্ষার দৃষ্টিকোণ থেকে এই দুটি জিনিস এখন অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে। এই কারণেই অনেক রাজ্য সরকার দশম ও দ্বাদশ শ্রেণিতে ভাল ফলাফল সহ উত্তীর্ণ শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ বা স্মার্টফোন (Free Laptop Yojana) দিয়ে থাকে। তবে সম্প্রতি সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পড়ুয়াদের বিনামূল্যে ল্যাপটপ দিচ্ছেন এবং এর জন্য চালু করা হয়েছে ‘ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ’ যোজনাও। এই স্কিম আদপেই ভুয়ো এবং এর মাধ্যমে প্রতারণার (Fact Check) চেষ্টা চলছে বলেই স্পষ্ট জানাল প্রেস ইনফরমেশন ব্যুরো।
বেশ কয়েকদিন ধরেই হোয়াটস অ্যাপে একটি খবর ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। যেখানে বলা হচ্ছে যে, প্রধানমন্ত্রীর তরফে একটি যোজনার আওতায় দেশে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে ('Students Laptop Scheme 2026')। এমন একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় অনেকের কাছেই ঘোরাফেরা করেছে।
তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে একটি যাচাই পদ্ধতি দ্বারা জানা গিয়েছে যে, এই হোয়াটসঅ্যাপ মেসেজ সর্বৈব মিথ্যা তথ্য রটাচ্ছে। গোটা ঘটনাই ভুয়ো খবরের নিদর্শন। 'প্রধানমন্ত্রী ফ্রি ল্যাপটপ বিতরণ যোজনা' বলে যে স্কিমের কথা বলা হয়েছে, তা যে সম্পূর্ণ ফেক নিউজ , তা প্রকাশ করেছে পিআইবি।
সময়ে সময়ে, কেন্দ্র ও রাজ্য সরকার ছাত্রদের জন্য বিভিন্ন পরিকল্পনা চালায়। এই স্কিমগুলির উদ্দেশ্য হল ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করা। তাদের স্বনির্ভর করে তোলা। সম্প্রতি কয়েক বছরে অনেক রাজ্য সরকার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ল্যাপটপ স্কিম শুরু করেছে। শিক্ষার্থীদের ডিজিটাল বিশ্বের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগ নিয়ে রাজ্যগুলি। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও ঘুরে বেড়াচ্ছে এই ধরনেরই এক খবর। যেখানে দাবি করা হচ্ছে, ছাত্রদের স্বনির্ভর করতে একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দেবে মোদি সরকার। এই স্কিমের নাম 'পিএম ন্যাশনাল ল্যাপটপ স্কিম'। এই প্রকল্পের তথ্য সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। এর সঙ্গে প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক এই ভাইরাল মেসেজ আসলে কী-
সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো অর্থাৎ পিআইবি ফ্যাক্ট চেক টিম ইতিমধ্যেই 'প্রধানমন্ত্রী জাতীয় ল্যাপটপ স্কিম'-এর সত্যতা যাচাই করেছে। সংস্থা তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই সম্পর্কে তথ্য দিয়েছে। যেখানে এই টিম টুইটে বলেছে,'http://pmssgovt.online' নামে একটি ওয়েবসাইট থেকে বলা হচ্ছে, কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের জন্য একটি বিনামূল্যের ল্যাপটপ প্রকল্প শুরু করেছে। এই প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রী জাতীয় ল্যাপটপ স্কিম 2022-এর আওতায় একাদশ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হচ্ছে। এই ভাইরাল বার্তা সম্পূর্ণ ভুয়ো ও বিভ্রান্তিকর। ভারত সরকার এই ধরনের কোনও পরিকল্পনা নেয়নি।
পাশাপাশি পিআইবিও বলেছে, এই ধরনের কোনও তথ্য বিশ্বাস করা উচিত নয়। কেন্দ্রীয় সরকারের যেকোনও প্রকল্প সম্পর্কে তথ্য পেতে এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। এর সঙ্গে কোনও স্কিমের রেজিস্ট্রেশনের ফাঁদে পড়ে আপনার ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।
মনে রাখবেন, যেকোনও স্কিমের জন্য আবেদন করার আগে, এটির সম্পর্কে সম্পূর্ণ তথ্য নেওয়া খুব গুরুত্বপূর্ণ। এই কাজ না করলে সাইবার প্রতারণার শিকার হতে পারেন আপনি।