কলকাতা : চলছে লোকসভা ভোট। এর মধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক বৃদ্ধ মহিলা রাহুল গান্ধীর সমালোচনা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'শান্তির দূত' বলে বর্ণনা করছেন। ভিডিওর এই মহিলা সিপিএম নেত্রী সুভাষিণী আলি বলে দাবি করেছেন অনেকেই। যা নিয়ে কার্যত শোরগোল পড়ে গেছে। কিন্তু, আদৌ কি ওই মহিলা সুভাষিণী আলি ?


ভিডিওয় দেখা গেছে, হিন্দিতে ওই মহিলা বলছেন, "যদি দেশের উন্নতি চান তাহলে দয়া করে, রাহুল গান্ধীর উল্লেখ করবেন না। ওঁর রাজনীতি এবং দেশ নিয়ে জ্ঞানের অভাব আছে।" এর পাশাপাশি মোদির প্রশংসা করে তিনি বলেন, "দেশকে বাঁচাতে হলে মোদিকে ভোট দেওয়া উচিত। উনি গোটা দেশটাকে চালাচ্ছেন, ওঁর কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। উনি গোটা দুনিয়াজুড়ে যে যুদ্ধ হচ্ছে তা থেকে আমাদের বাঁচাচ্ছেন। আমি তো মনে করি, উনি শান্তির দূত।"    


এক্স হ্যান্ডেলে পোস্ট করা ওই ভিডিওয় লেখা হয়েছে, "দয়া করে @SubhashiniAli ভোটে কী অগ্রাধিকার দিচ্ছেন তা শুনুন (মনে হচ্ছে উনিই বলেছেন)। জনগণকে উনি এই উপদেশ দিয়েছেন। সকলকে অনুরোধ করা হচ্ছে ভোট দিন এবং ভারতের স্বার্থে বুদ্ধি করে ভোট দিন।" 


সংশ্লিষ্ট প্রতিবেদনটি যখন Logically Facts-এ লেখা হয়, তখন ভিডিওটির ভিউ ছিল ২৬ হাজার। একই দাবি করে অনেক ফেসবুক ব্যবহারকারীও ক্লিপটি শেয়ার করেছেন। যদিও অনুসন্ধানে উঠে এসেছে, ভাইরাল ক্লিপের মহিলাকে ভুল পরিচয়ে শনাক্ত করা হয়েছে। উনি সিপিএম নেত্রী সুভাষিণী আলি নন।


কী উঠে এসেছে অনুসন্ধানে ?


ভাইরাল ভিডিওটি ভাল করে লক্ষ্য করলে দেখা যাবে, মাইক্রোফোনে "99 Khabar" লোগো রয়েছে। তার ভিত্তিতে গুগল সার্চ করা হয়। ইউটিউব চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও মেলে। চ্যানেলের দীর্ঘ ভিডিওটি খুঁজে পাওয়া যায়। যেটা এবছর ২৯ জানুয়ারি আপলোড করা হয়েছিল। হিন্দিতে যার শিরোনাম দেওয়া। যার অনুবাদ করলে দাঁড়ায়, "Why are beautiful girls angry with Rahul Gandhi? Modi vs Rahul Gandhi Public Opinion. Lok Sabha Election 2024". একই মহিলাকে ৬:৫৫ থেকে ৮:০০ মিনিটের মধ্যে নিজের মতামত দিতে দেখা গেছে। 


 একই সংস্থা 99 Khabar-এর জন মতামত নেওয়া অপর একটি ভিডিওয় একই মহিলাকে দেখা গেছে। যেটা এ বছরই ১২ মার্চ ইনস্টাগ্রামে অ্যাকাউন্টে আপলোড করা হয়েছে। এখানেও তাঁকে মোদিকে প্রশংসা করতে শোনা গেছে।


যদিও এই মহিলার নাম বা পরিচয় কিছুই ভিডিওয় উল্লেখ করা হয়নি। এটা যদি সিপিএম নেত্রী সুভাষিণী নেত্রীর মতামত হত তাহলে তা নিশ্চিতভাবেই ইউটিউব ভিডিওয় রিপোর্ট করা হত। অন্য সংবাদ মাধ্যমও তা কভার করত। কিন্তু, এমন কোনও প্রতিবেদন পাওয়া যায়নি, যেখানে সিপিএম নেত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করছেন। তবে, ভিডিওয় দেখতে পাওয়া মহিলার সঙ্গে সুভাষিণী আলির কিছুটা সাদৃশ্য প্রাথমিক দৃষ্টিতে পাওয়া যেতে পারে। ভাল করে দেখলে অবশ্য সত্যটা পরিষ্কার হয়ে যাবে।


এর পাশাপাশি ভাইরাল ক্লিপের মহিলার আওয়াজের সঙ্গে সিপিএম নেত্রীর পুরনো সাক্ষাৎকারের আওয়াজ তুলনা করে দেখা হয়। তাতে গলার স্বর, আওয়াজে পার্থক্য লক্ষ্য করে গেছে।


সবথেকে বড় ব্যাপার, এই চর্চার মধ্যেই সুভাষিণী আলি নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে এনিয়ে বিবৃতি জারি করেছেন। তিনি লিখেছেন, "এটা একটা জাল ভিডিও যাতে আমার নাম আসছে। কিন্তু, এটা আমি নই। আমার আওয়াজও নয়। আমার মতামতও নয়। এটা আমি নির্বাচন কমিশন ও পুলিশকে জানিয়েছি। দেখা যাক, ওরা কী করে।"


কাজেই সংশ্লিষ্ট মহিলা সুভাষিণী আলি বলে যে দাবি তোলা হয়েছে তা সর্বৈব মিথ্যা।


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Logically Facts এবং শক্তি কালেক্টিভের (Fact Check : No, this video does not show CPI(M) leader Subhashini Ali criticizing Rahul Gandhi ) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।