Rs 500 Note Viral Image: সমাজমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে নতুন ৫০০ টাকার নোটের একটি ছবি যেখান দেখা যাচ্ছে মহাত্মা গান্ধীর বদলে (Fact Check) ছাপা হয়েছে বি আর আম্বেদকরের ছবি। অনেকেই সমাজমাধ্যমে দাবি করছেন যে কেন্দ্রের বিজেপি সরকার আগামী আম্বেদকর জন্ম জয়ন্তী উপলক্ষ্যে তাঁর ছবি দিয়ে নতুন ৫০০ টাকার নোট (Rs 500 Notes) ছাপানোর পরিকল্পনা করেছে। অর্থাৎ এবার সরকার ৫০০ টাকার নতুন নোট ছাপাতে চলেছে এবং তাতে মহাত্মা গান্ধীর বদলে ছাপা হবে আম্বেদকরের ছবি।

Continues below advertisement

বিশ্বাস নিউজের পক্ষ থেকে এই ঘটনায় ফ্যাক্ট চেক ডেস্কের তদন্তে জানা গিয়েছে এই ছবিটি সম্পূর্ণ ভুয়ো। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে এই এই ছবিটি তৈরি করা হয়েছে। নোটবন্দির পর থেকেই দেশে ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি ছাপা রয়েছে। এই নোটে কোনও বদল বা পরিবর্তনের কথা সরকারের তরফে জানা যায়নি।

দাবি কী

Continues below advertisement

এক্স হ্যান্ডলে মুকেশ মোহন নামের এক ব্যবহারকারী এই ভাইরাল হওয়া ছবিটি পোস্ট করে লেখেন যে, এবার বাবাসাহেব আম্বেদকরের জন্মদিনে বিজেপি সরকার ৫০০ টাকার নোটে আম্বেদকরের ছবি ছাপতে চলেছে। আর এই পোস্টটিই তুমুল ভাইরাল হয়ে যায় সমাজমাধ্যমে। বহু নেটিজেন এই ছবিটি পোস্ট করে একই দাবি করেছেন।

দেখুন মূল পোস্ট

তদন্তে কী জানা গেল

নোটবন্দির পরে দেশের সরকারের নির্দেশে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক নতুন করে ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা এবং ২০০০ টাকার নোট ছাপায় এবং সেই সময় থেকে এখনও পর্যন্ত সেই নোটের চেহারা একই রয়েছে। তবে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে ৫০০ টাকার নোটে ছাপা রয়েছে ভীমরাও রামজী আম্বেদকরের ছবি। রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, নতুন সিরিজের সমস্ত নোটেই মহাত্মা গান্ধীর ছবি রয়েছে।

মহাত্মা গান্ধী সিরিজের নতুন নোট, বিশেষত ৫০০ টাকার নোটে কোনো বদল করা হয়নি। রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে এই বিষয়ে কোনো প্রশ্নও উত্থাপিত করা হয়নি। বিশ্বাস নিউজের তদন্তে কোনো বদলের প্রস্তাবও পাওয়া যায়নি। উল্লেখ্য যে আম্বেদকর বিতর্ককে কেন্দ্র করে সংসদের শীতকালীন অধিবেশন উত্তাল হয়েছিল।

রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, ৫০০ টাকার নোটের সামনে রয়েছে মহাত্মা গান্ধীর ছবি, উল্টোদিকে রয়েছে লালকেল্লার ছবি। এআই ডিটেক্টর টুলের সাহায্যে এই ছবি পরীক্ষা করা হয়েছে এবং জানা গিয়েছে যে এই ছবিটি তৈরি করা হয়েছে। এই ছবিটি স্টেবল ডিফিউশন, মিডজার্নি এবং ডেল ই২-এর মত এআই টুলের সাহায্যে বানানো হয়েছে। এই নোটের ছবির বদলের বিষয়ে রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করা হয় বিশ্বাস নিউজের পক্ষ থেকে এবং জানা যায় যে রিজার্ভ ব্যাঙ্ক এরকম কোনো সিদ্ধান্ত নিলে তাঁর আপডেট ওয়েবসাইটে জানাবে।

দেখুন আসল ৫০০ টাকার নোটের বৈশিষ্ট্য 

সিদ্ধান্ত

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ৫০০ টাকার নোটে আম্বেদকরের ছবি আদপে জাল এবং ভুয়ো। এই ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি করা হয়েছে। এখনও পর্যন্ত গান্ধী সিরিজের নোটে কোনো বদল করা হয়নি।

ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে বিশ্বাস নিউজ এবং শক্তি কালেক্টিভের অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।

আরও পড়ুন: Fact Check: UPI-তে ২০০০ টাকার বেশি লেনদেনে দিতে হবে ট্যাক্স ? সত্যিটা জানুন