IRCTC Fact Check: সমাজমাধ্যমে কিছুদিন ধরেই ছড়িয়ে পড়েছে IRCTC-তে টিকিট বুকিং নিয়ে এক ভুয়ো তথ্য। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হচ্ছে যে, IRCTC থেকে নাকি আপনি নিজের আইডি থেকে অন্যের টিকিট কেটে (IRCTC Ticket Booking) দিলে জরিমানা, এমনকী জেলও হতে পারে। আর সেই ভুয়ো তথ্যে মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেই জন্য বিজ্ঞপ্তি জারি করে সতর্ক করল পূর্ব রেলওয়ে।


ভিন্ন পদবির মানুষের টিকিট বুকিং জনিত অসুবিধে সংক্রান্ত তথ্যকে সম্পূর্ণ অস্বীকার করেছে রেলমন্ত্রক। সংস্থা জানিয়েছে এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। রেলওয়ে মন্ত্রকের তরফে একজন আধিকারিক স্পষ্টই মঙ্গলবার জানান যে, IRCTC থেকে আপনি চাইলে নিজের বাদে যে কোনও মানুষের টিকিট কেটে দিতে পারেন। একটি অ্যাকাউন্ট থেকে ভিন্ন পদবির মানুষের টিকিট (IRCTC Ticket Booking) কাটলে কোনও সমস্যাই হবে না। তিনি আরও জানান যে, IRCTC থেকে টিকিট বুকিং সংক্রান্ত সমস্ত নিয়মবিধি ও নির্দেশিকা পাবলিক ডমেনে উপলব্ধ রয়েছে, ফলে যে কোনও সাধারণ মানুষ তা অনলাইনে দেখে যাচাই করে নিতে পারে।


রেল মন্ত্রকের নির্দেশে IRCTC-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এদিন জানানো হয়, নিজের ব্যক্তিগত ইউজার আইডি দিয়ে একজন ব্যক্তি চাইলেই তাঁর বন্ধু ও আত্মীয়দের টিকিট বুক করতে পারেন। একটি অ্যাকাউন্ট থেকে মাসে মোট ১২টি টিকিট বুক করা যাবে IRCTC-র মাধ্যমে এবং আধার অথেন্টিকেশন থাকলে সেই ইউজারের অ্যাকাউন্ট থেকে মাসে ২৪টি টিকিট বুক করা যাবে। তবে এক্ষেত্রে প্রতি টিকিটে যে কোনও একজন যাত্রীর আধার অথেন্টিফিকেশন থাকতে হবে।



ব্যক্তিগত আইডি দিয়ে কাটা টিকিট কখনই বাণিজ্যিকভাবে ব্যবহার করা যাবে না এবং এই কাজ ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪৩ ধারা অনুসারে দণ্ডনীয় অপরাধ।


সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দাবি করা হয়েছিল যে, IRCTC সম্প্রতি নিয়ম বদল করেছে এবং একজন ব্যক্তি তাঁর অ্যাকাউন্ট দিয়ে রক্তের সম্পর্ক আছে এমন মানুষ এবং একই পদবির মানুষেরই টিকিট কেটে দিতে পারবেন। তবে ভিন্ন পদবির মানুষের টিকিট কাটলে ৩ বছরের জেল এবং ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, বলে দাবি করা হয়েছিল সেই পোস্টে। এই নয়া নিয়ম সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় রেল মন্ত্রকের তরফে।


আরও পড়ুন: Fact Check: রাহুল গান্ধীকে পেটাতে বলেন উদ্ধব ঠাকরে ? ভাইরাল ভিডিওর সত্যতা কী ?