কলকাতা: ৫ জানুয়ারি থেকে ৫ এপ্রিল, গত ৩ মাস ধরে জনমত সমীক্ষা চালিয়ে রাজ্যের ৪২টি আসনের সম্ভাব্য ফলাফল (ABP C Voter Opinion Poll) সম্পর্কে একটা আন্দাজ করার চেষ্টা চালিয়েছিল এবিপি আনন্দ-সি ভোটার। সে জন্য ১ লক্ষ ১১ হাজার ২৫৬ জনের সঙ্গে কথা বলেন সমীক্ষকরা। ভোট শুরুর আগেই ২১টি আসন করে ২ দিনের অনুষ্ঠানে এই জনমত সমীক্ষার পর্যবেক্ষণ এবিপি আনন্দ চ্যানেল এবং এবিপি আনন্দ ডিজিটালের সব প্ল্যাটফর্মে সম্প্রচারিত হয়েছে। সেই সম্প্রসারণের যাবতীয় রেকর্ডও এবিপি আনন্দের কাছে রয়েছে। কিছুদিন আগেই, সোশ্যাল মিডিয়ায় কিছু ব্যক্তি সেই অনুষ্ঠানের স্ক্রিনশট বিকৃত করে এবং এবিপি আনন্দর নাম করে বিকৃত তথ্য দিয়ে পরিবেশন করেছেন। সে বিষয়ে আমরা সত্যিটাও আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। নিচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন সেই খবর।

  


আরও পড়ুন : সি ভোটারের ওপিনিয়ন পোল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর! গুজবে নজর দেবেন না, আসল কী? জেনে নিন এখানে


আবার একটি বিষয় নজরে এল আমাদের। এবার এবিপি আনন্দের সোশাল মিডিয়া কার্ডের আদলে ভুয়ো কার্ড বানিয়ে সমীক্ষার ফল বলে সোশাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে । তবে যে কৌশলে ব্যবহার করা হয়েছে, তা দেখতে এক লাগলেও এবিপি আনন্দের কার্ডের সঙ্গে বৈশিষ্ট্যগত ও প্রযুক্তিগত ফারাক দৃশ্যতই স্পষ্ট। 



 


এক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখা দরকার।




    • প্রথমত, জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট শুরু হওয়া থেকে সমস্ত ভোটের পর্ব শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ এক্ষেত্রে ১৯ এপ্রিল থেকে ১ জুন ভোট শেষ না হওয়া পর্যন্ত, কোনও ধরনের বুথফেরত সমীক্ষার ফল প্রকাশ করা যায় না। এটি বেআইনি এবং নিয়ম-বহির্ভূত। 

    • এবিপি আনন্দের সমস্ত প্ল্যাটফর্মে এই নিয়মকে সম্মান করা হয়। সেই কারণেই এই সময়কালে আমাদের তরফে ভোট শেষ না হওয়া পর্যন্ত কোনও বুথফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না, হবেও না। এমনকি যে এজেন্সি বুথফেরত সমীক্ষা করছে, তারাও এবিপি আনন্দের কাছে সমীক্ষার কোনও তথ্য পাঠায়নি।

    • তা সত্ত্বেও কিছু কিছু প্রোফাইল থেকে এবিপি আনন্দের নামে এরকম তথ্য় দিয়ে লিঙ্ক এবং ভুয়ো কার্ড সোশ্যাল মিডিয়ায় পোস্ট ও শেয়ার করা হয়েছে বলে দেখা যাচ্ছে। স্পষ্ট করে জানিয়ে দেওয়া, এর সঙ্গে এবিপি আনন্দ প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও ভাবে জড়িত নয়।

    • সহজ কথায় বললে, তথ্যগতভাবে এই ধরনের পোস্ট পুরোপুরি ভুয়ো। ফলে এগুলির উপর বিশ্বাস করা বা কোনও ভাবে তা শেয়ার করা জনমানসে স্রেফ বিভ্রান্তি তৈরি করতে পারে।











                                                                                                  (এবিপি আনন্দের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো কার্ড)


 




                                                                                       (এবিপি আনন্দের নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভুয়ো কার্ডটি এই প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে)


রইল সেই প্রোফাইলের লিঙ্ক-ও।


 






 


যদিও এই কার্ডটি যে এবিপি আনন্দের নয়, সে কথা স্পষ্ট অন্য প্রোফাইল থেকে। এই প্রোফাইলটির কথাই দেখুন। 



আমাদের বার্তা:
এবিপি আনন্দের সব দর্শক ও পাঠকদের প্রতি আমাদের বার্তা। আমরা সবসময় তথ্যনিষ্ঠ এবং যুক্তিনির্ভর সংবাদ পরিবেশন করে থাকি। তথ্যনির্ভর সি ভোটার সমীক্ষাও সেইভাবে তুলে ধরা হয়েছে। সোশাল মিডিয়া পোস্টে যে বিকৃত তথ্য় পরিবেশন করা হচ্ছে তার সঙ্গে এবিপি আনন্দের সমীক্ষার তথ্যের কোনও মিল নেই।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে