নয়া দিল্লি: পহেলগাঁও হামলার পর ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পাল্টা জবাবে টালমাটাল হয়ে পড়ে পাকিস্তান। এর পর থেকেই দেখা যায় একাধিক প্রোপাগান্ডা ভিডিও করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করে চলেছে। সেখানে ভারতের বিরুদ্ধে ভুল তথ্যও শেয়ার করা হয়েছে। 

Continues below advertisement

সম্প্রতি ভারতের এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং-এর একটি ভুয়ো এআই-জেনারেটেড ভিডিও পোস্ট করা হয়েছে। মনে করা হচ্ছে এগুলি পাকিস্তানি প্রোপাগান্ডা অ্যাকাউন্টগুলির মাধ্যমে শেয়ার করা হয়েছে, এমনটাই বলছে পিআইবি ফ্যাক্ট চেক। 

সেই ভিডিও পোস্ট করে বলা হয়েছে, ‘পাকিস্তান আক্রমণের পর ছয় মাস ধরে গ্রাউন্ডেড থাকার পর, আমাদের বিমান বাহিনী লাদাখের বিক্ষোভকারীদের উপর আক্রমণ করতে প্রস্তুত যাতে সোনম ওয়াংচুক কারাগারে থাকেন’। 

Continues below advertisement

পিআইবি ফ্যাক্ট চেকের তরফে বলা হচ্ছে, এয়ার চিফ মার্শাল এ.পি. সিং এমন কোনও বিবৃতি দেননি। এই এআই-জেনারেটেড ভিডিওগুলি আতঙ্ক তৈরি এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে।                

সম্প্রতি সেনাপ্রধান যেদিন পাকিস্তানের উদ্দেশে 'সিঁদুর 2.0'-র হুঁশিয়ারি দিলেন, সেদিনই অপারেশন সিঁদুর নিয়ে মুখ খুললেন ভারতের বায়ুসেনা প্রধান অমরপ্রীত সিং। জানালেন, সিঁদুর অভিযানে পাকিস্তানের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভারত ধ্বংস করেছে।                                   

বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংহ বলেন, '২টো জায়গায় কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, ২টো জায়গায় রানওয়ে ধ্বংস করা হয়েছে। ৩টে জায়গায় ৩টে হ্য়াঙ্গার ধ্বংস করা হয়েছে। সেই হ্য়াঙ্গার এবং টারম্য়াকে আমরা দেখেছি, একটা C-130 ক্লাসের এয়ারক্রাফ্ট, একটা AEWC ক্লাসের এয়ারক্রাফ্ট এবং অন্তত ৪-৫টা ফাইটার এয়ারক্রাফ্ট খুব সম্ভবত F-16... আমাদের স্ট্রাইকে এগুলো ধ্বংস হয়েছে।'  

কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ দাবি করেন, ভারতের সাতটি যুদ্ধবিমান ধ্বংস করেছে সে দেশের সেনা। কিনতু, সেখানেই পাকিস্তানকে কড়া জবাব দেন ভারতের প্রতিনিধি।