কলকাতা: অপারেশন সিঁদুর, একেবারে টার্গেট অ্যাটাক। লক্ষ্য স্থির করে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ দিল ভারতীয় সেনা। এরই মধ্যে ভারতের বিরুদ্ধে ভুল তথ্য প্রচারণা করার অভিযোগ উঠছে। পাকিস্তান ভুয়োভাবে দাবি করছে যে তারা একটি ভারতীয় ইউএভি (ড্রোন) আটক করেছে। 

এদিকে, ইতিমধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন যে, ভারতীয় সশস্ত্র বাহিনী বুধবার পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীর (পিওকে) অবস্থিত সন্ত্রাসী শিবিরগুলিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে ১০০ জন জঙ্গিকে হত্যা করেছে।           

কী কী ভুয়ো তথ্য ছড়াচ্ছে? পাকিস্তানি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা একটি ড্রোন দুর্ঘটনার ভিডিও এবং ছবি শেয়ার করে দাবি করছেন যে পাক সেনাবাহিনী গুজরানওয়ালায় ইউএভি ড্রোন আটক করা হয়েছে, যা পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলার ডিঙ্গা গ্রামের কাছে পড়েছিল।                                                                              

একজন ইউজার ছবি এবং ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, "ব্রেকিং নিউজ: পাক সেনাবাহিনী গুজরানওয়ালায় একটি ইউএভি ড্রোনকে সফলভাবে আটক করেছে যা পাকিস্তানের পাঞ্জাবের গুজরাট জেলার ডিঙ্গা গ্রামের কাছে পড়েছিল।"                                      

পাকিস্তানের ছড়ানো এই মিথ্যে খবর বাতিল করেছে পিআইবি। প্রেস ইনফরমেশন ব্যুরোর (PIB) ফ্যাক্ট-চেক ইউনিট সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করে জানিয়েছে যে পাকিস্তান-ভিত্তিক সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলি একটি পুরনো ছবি শেয়ার করছে, যেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তানের গুজরানওয়ালায় পড়া ভারতের একটি ইউএভি ড্রোনকে আটক করেছে পাকিস্তান সেনাবাহিনী।                                   

গুজরানওয়ালায় ভূপতিত করা ভারতীয় ড্রোনটি দেখানোর দাবি করে পাকিস্তানি হ্যান্ডেলগুলি সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি ছড়িয়ে পড়ছে, তা আসলে ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া সংঘর্ষের। রিপোর্টে বলা হচ্ছে, একই ছবি ব্যবহার করা হয়েছে।              

ফ্যাক্ট চেক করা খবরটি পড়ুন এখানে

একটি X পোস্টে, PIB বলেছে, "এই ভারতীয় ড্রোনটি কি সত্যিই পাকিস্তানে আটকানো হয়েছিল? পাকিস্তান-ভিত্তিক সোশাল মিডিয়া হ্যান্ডেলগুলি একটি পুরানো ছবি শেয়ার করছে যেখানে দাবি করা হচ্ছে যে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের গুজরানওয়ালায় পড়ে যাওয়া একটি UAV ড্রোন আটক করেছে।" এই ছবিটির সত্যতা নেই বলেই জানিয়েছে পিআইবির ফ্যাক্ট চেক।