নয়া দিল্লি: একবারে প্রায় ৪৭ হাজার টাকা পাবেন ভারতের নাগরিকরা? এমনই এক বার্তা পৌঁছে যাচ্ছিল অনেকের কাছে। এমনকী অর্থ মন্ত্রকের নাম নিয়েই এই বার্তা যাচ্ছিল। 

Continues below advertisement

সেখানে বলা হচ্ছিল, অর্থ মন্ত্রক একটি নতুন প্রকল্প চালু করেছে। ভারতের নাগরিকদের দেওয়া হচ্ছে ৪৬,৭১৫ টাকা। এই বার্তাটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল যে অর্থ মন্ত্রক দরিদ্রদের আর্থিক সহায়তা হিসাবে ৪৬,৭১৫ টাকা দিচ্ছে। এই প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য লোকেদের তাদের ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে, ব্যক্তিগত তথ্য জানালেই সরকার এই টাকা দেওয়া হবে। 

এই প্রকল্পগুলির জন্য আবেদন করার জন্য তাদের আধার কার্ড, রেশন কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ব্যক্তিগত তথ্য সরবরাহ করতে বলা হয়েছে।                                                      

Continues below advertisement

একবার এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য এই অনলাইন প্রতারকদের হাতে চলে গেলে, তারা যে কোনও সময় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে। দেশে এরই মধ্যে এমন অনেক ঘটনা ঘটেছে। তাই ABPLive আপনাকে পরামর্শ দেয় যে আপনি যখন এই ধরনের লোভনীয় স্কিম সম্পর্কে তথ্য পাবেন তখন তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করুন।                                                                       

এদিকে এই বার্তা ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে বলা হয়েছে, এই দাবি ভুয়ো। অর্থ মন্ত্রক এ ধরনের কোনও প্রকল্প চালাচ্ছে না। এই বার্তাটি ভুয়ো লোকজন ছড়াচ্ছে। তারা আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে আপনার ক্ষতি করতে পারে। এই ধরনের ভুয়ো স্কিমের মেসেজ পাঠিয়ে সাইবার অপরাধীরা সাধারণ জনগণকে ফাঁদে ফেলে।