নয়াদিল্লি : ৬ হাজার টাকার জ্বালানি ভর্তুকি দেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। এমনই একটি মেসেজ সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সংশ্লিষ্ট মেসেজে বলা হয়েছে, এই অফার পেতে হলে একটি প্রশ্নাবলী পূরণ করতে হবে। সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই দাবির আদৌ কি কোনও সারবত্তা আছে ? এনিয়ে এবার ফ্যাক্ট চেক করল PIB। সরকারের অফিসিয়াল ফ্যাক্ট-চেকিং শাখা, প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB) এ বিষয়টি নিশ্চিত করেছে যে, এই মেসেজটি ফেক। ইন্ডিয়ান অয়েলের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এই পরিস্থিতিতে PIB দেশবাসীর উদ্দেশে আর্জি জানিয়েছে, সরকার-সম্পর্কিত যে কোনো তথ্য তাদের ফ্যাক্ট-চেকিং সার্ভিসের মাধ্যমে যাচাই করে নিতে।

মেসেজটি এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যেন, সেটি কোনও প্রোমোশনাল অফার। এই ছদ্মবেশে ব্যবহারকারীদের একটি লিঙ্কে ক্লিক করতে বলা হচ্ছে। সেখানে গিয়ে গিফট পাওয়ার জন্য ব্যক্তিগত তথ্য দিতে বলা হচ্ছে। এনিয়ে PIB ফ্যাক্ট চেক করে তাদের এক্স হ্যান্ডেল পোস্টে জানিয়ে দিয়েছে যে, এই লাকি ড্র-টি জাল। এটা একপ্রকার স্ক্যাম বা কেলেঙ্কারি। এর সঙ্গে ইন্ডিয়ান অয়েলের কোনও সম্পর্ক নেই।

 

অনলাইনে এই ধরনের বার্তা এই প্রথমবারের মতো এল না। এর আগেও যখন এরকম জিনিস ছড়িয়ে পড়েছিল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন তখন জনগণের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছিল, কোম্পানির তরফ থেকে ভুয়া প্রতিযোগিতায় জড়িত না হওয়ার জন্য ব্যবহারকারীদের সতর্ক করা হচ্ছে। সঙ্গে তারা এও জানিয়ে দেয় যে, যে কোনও অফিসিয়াল ঘোষণা ও প্রতিযোগিতা সংক্রান্ত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড কোনও সোশাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা হয়। অন্য কোনও সোর্স থেকে ব্যক্তিগত নথি চাওয়া হলে কেউ যেন না দেন, সেই উপদেশও দেওয়া হয় সংস্থার তরফে।   

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL বা ইন্ডিয়ান অয়েল) হল সরকারের মালিকানাধীন একটি পাবলিক সেক্টর প্রতিষ্ঠান। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে কাজ করে এই সংস্থা। মুম্বইয়ে রেজিস্টার্ড থাকলেও, এর সদর দফতর নিউ দিল্লিতে।