প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে যে তিনি কর্নাটকের মানুষদের পাপী বলেছেন। ওই ভিডিও ক্লিপে প্রধানমন্ত্রী মোদিকে বলতে শোনা যাচ্ছে, "কর্নাটকের মানুষরা যে পাপ করেছেন, তার সাজা এই নির্বাচনে দিন আর মোদি আগামী বছরগুলিতেও আপনাদের পাশে থাকার গ্যারান্টি দিচ্ছে।"


ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে একজন ব্যবহারকারী লিখেছেন, "মোদির মাথা পুরোপুরি গেছে। তিনি নিজের গোলপোস্টেই একের পর এক গোল করে যাচ্ছেন। এখন তিনি আবার কর্নাটকের মানুষদের পাপী বলছেন। কর্নাটক এই ধরনের অপমানের জবাব শক্ত একটা থাপ্পড় মারতে জানে। বিজেপি এই রাজ্য থেকে পুরোপুরি নির্মূল হয়ে যাবে।"


ফেসবুক লিঙ্ক/ আর্কাইভ লিঙ্ক


এই ভিডিওটি আপনি এখানে আর এখানে দেখতে পাবেন।


আর্কাইভ লিঙ্ক


যাইহোক, Factcrescendo-এর তরফে এই ভিডিওটির বিষয়ে তদন্ত করে দেখা হয়। তাতে আমরা দেখতে পাই ভিডিওটি সম্পূর্ণ ভুলভাবে তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসলে কর্নাটকের কংগ্রেস পার্টির সমালোচনা করছিল, কর্নাটকের মানুষের নয়। এটাই হল আসল ঘটনা।


আসল ঘটনা কী?


আমরা আমাদের তদন্ত শুরু করি ইউটিউবে একটি কী ওয়ার্ড সার্চের মধ্যে দিয়ে এবং ২০২৪ সালের ২৮ এপ্রিল ইয়োইয়ো টিভি কানাডার আপলোড করা একটি ভিডিও খতিয়ে দেখি। ভিডিওটির ক্যাপশনে লেখা ছিল, বেলাগাভিতে আয়োজিত বিজেপির নির্বাচনী জনসভাতে দেওয়া প্রধানমন্ত্রী মোদির সবচেয়ে ভালো বক্তব্য। কর্নাটক লোকসভা নির্বাচন ২০২৪। ইয়োইয়ো টিভি। 


ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাত ২০.৫৩ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী মোদি বলছেন, "কৃষকদের সঙ্গে কংগ্রেস পার্টি যে বিশ্বাসঘাতকতা করেছে তা একটা পাপ। যখন বিজেপি কর্নাটকের ক্ষমতায় ছিল তখন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা করেছিল। আর যখন কংগ্রেস সরকার গঠন হল তখন তারা ৪ হাজার করে টাকা দেওয়া বন্ধ করে দিল। যখন থেকে তারা ভোট পেতে শুরু করল তখন থেকে এখন পর্যন্ত তারা কৃষকদের জন্য কোনও কিছু করা বন্ধ করে দিল। কৃষকরা এখন মাত্র ৬ হাজার টাকা করে পান যেটা মোদি ব্যবস্থা করেছেন। তবে কোনও ভয় পাবেন না। আপনারা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে টাকা পাবেন। কর্নাটকের মানুষের দ্বারা যে পাপ হয়েছে এই নির্বাচনে তার শাস্তি ওদের দিন। আর মোদি আপনাদের গ্যারান্টি দিচ্ছে যে দিল্লি থেকে যে টাকা পাঠানো হত তা আগামী দিনেও আসবে।" 



আমরা এই একই ভিডিও দেখতে পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল ইউটিউব চ্যানেল। যা আপলোড করা হয়েছে ২০২৪ সালের ২৮ এপ্রিল রাত ৮টা ৪১মিনিটে। সেখানে প্রধানমন্ত্রীর মোদির একই বক্তব্য রয়েছে। নিচে আসল ভিডিওটি এবং ভাইরাল হওয়ার ক্লিপটির মধ্যে তুলনামূলক আলোচনা করা হয়েছে।




আর্কাইভ লিঙ্ক


তাতে পরিষ্কার বোঝা গেছে ভাইরাল ক্লিপটি আসল ভিডিওটি থেকে কেটে নিয়ে পোস্ট করা হয়েছে। তাই এটা পরিষ্কার হয়ে গেছে যে প্রধানমন্ত্রী মোদি কর্নাটকবাসীদের কথা বলে কর্নাটকের সাধারণ নাগরকিদের না বুঝিয়ে রাজ্যে থাকা কংগ্রেস সরকারের সমালোচনা করেছেন।


সত্যিটা কী


তদন্তে আমরা আরও জানতে পেরেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য বিকৃত করে কেটে সেখানে আসল বিষয়টিও দেওয়া হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্নাটকের মানুষ পাপ করেছে একথা বলেননি। আসলে কর্নাটকাবালও বলতে তিনি রাজ্যের কংগ্রেস সরকারের কথা বলতে চেয়েছেন।  


ডিসক্লেমার : এই প্রতিবেদনটি প্রকাশ করেছে Factcrescendo.com এবং শক্তি কালেক্টিভের (Did PM Modi Call People Of Karnataka Sinners? Here’s The Fact Check) অংশ হিসাবে প্রতিবেদনটির অনুবাদ করেছে এবিপি লাইভ বাংলা।


আরও পড়ুন: Fact Check: 'বিজেপি কখনও শক্তিশালী ভারত গড়তেই পারবে না', মোদি আসলে কী বলেছেন ?


ফ্যাক্ট চেক (Fact Check) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে