Rs 500 Notes: বাজারে জাল নোট নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এর আগে ২০০০ টাকার নোট জাল হওয়া নিয়ে দুশ্চিন্তা ছড়িয়েছিল, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি মেসেজ বিস্তর ফরোয়ার্ড হচ্ছে যেখানে বলা হচ্ছে যে ৫০০ টাকার নোটে যদি কোনও তারকা চিহ্ন (*) থাকে, তাহলে সেটি জাল আর এই ধরনের নোট দেখলেই যেন কর্তৃপক্ষকে জানানো হয়। এমনকী সেই বার্তায় লেখাও রয়েছে যে এই ধরনের নোটগুলি (Rs 500 Notes) ইন্ডাসইন্ড ব্যাঙ্কের থেকে ফেরত পাঠানো হয়েছিল আর সেগুলিই চোরাপথে বাজারে ছেয়ে গিয়েছে। এই বার্তার সাপেক্ষে প্রেস ইনফরমেশন ব্যুরো জানিয়েছে যে এটি ভুয়ো এবং বার্তায় উল্লিখিত তথ্য মিথ্যা। রিজার্ভ ব্যাঙ্কের বক্তব্য অনুসারে (Fact Check) এমন নোট বাজারে রয়েছে, তবে এটি জাল নয়। সরকারের তরফ থেকে এই নোট ছাপানো হয়েছিল। আপনার নজরেও কি এসেছে এই তারকা চিহ্ন দেওয়া ৫০০ টাকার নোট ?
রিজার্ভ ব্যাঙ্ক এর আগেই জানিয়েছিল যে ১০০টি সিরিয়াল নম্বরযুক্ত ব্যাঙ্ক নোটের প্যাকেটে কোনও একটি নোট মুদ্রণে কোনও ভুল থেকে গেলে সেই সমস্ত নোটের বদলে আবার নতুন করে নোট ছাপানো হয়ে থাকে। এই নতুনভাবে মুদ্রিত নোটগুলিতে তারকা চিহ্ন দেওয়া হয় নোটের সিরিয়াল নম্বরের প্যানেলে। এটি আসলে একটি শনাক্তকারী চিহ্ন যা বুঝিয়ে দেয় এই নোটটি মুদ্রণ-ত্রুটিযুক্ত নোটের বিকল্প হিসেবে ছাপানো হয়েছে।
দেখা গিয়েছে ৫০০ টাকার নোটে সিরিয়াল নম্বর আর প্রিফিক্সের মাঝেই এই তারকা চিহ্ন বসানো থাকে। তবে এই নোট জাল নয়। ৩১ জুলাই প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের এক্স হ্যান্ডলে একটি পোস্ট শেয়ার করে জানিয়েছে যে এই তারকা চিহ্নিত ৫০০ টাকার নোট জাল এই মর্মে ছড়িয়ে পড়া বার্তায় কোনও সত্যতা নেই। এই ধরনের নোট ২০১৬ সালের ডিসেম্বর মাসে বাজারে ছড়ানো হয়েছিল, সরকারের অধীনেই এই নোটগুলি মুদ্রিত হয়েছে। ফলে এই ধরনের নোট আপনার কাছে থাকলেও দুশ্চিন্তার কোনও কারণ নেই। এই বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়াও তাদের ওয়েবসাইটে FAQ অংশে বিস্তারিত তথ্য জানিয়েছে।