নয়াদিল্লি: টেলিভিশন নির্মাতা সংস্থা Daiwa ভারতের বাজারে তাদের দুটি নতুন স্মার্ট টিভি লঞ্চ করেছে। এই দুটি টিভি হল D32S7B (32 ইঞ্চি) ও D40HDRS(39 ইঞ্চি)। D32S7B (32 ইঞ্চি) মডেলের দাম ৯৯৯০ টাকা। D40HDRS(39 ইঞ্চি) মডেলের দাম ১৬,৪৯০ টাকা। দুটি টিভি-তে দুই বছরের ওয়া র‌্যান্টি দিচ্ছে কোম্পানি। এই টিভি সম্পস্ত বড় রিটেল স্টোর, অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। বাজাজ finserv-এ ইএমআই-এরও অফার রয়েছে।


এই দুই টিভিতেই রয়েছে কোয়াড কোর প্রোসেসর এবং অ্যান্ড্রয়েড 8.0 –এ পরিচালিত হয়। স্টোরেজের জন্য রয়েছে 1GB RAM + 8GB RAM। এই টিভি-তে রয়েছে A+ গ্রেড প্যানেলের সঙ্গে 1366X768 রেজোলিউশন, 16.7 মিলিয়ন কালার্স ও ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউইয়ং অ্যাঙ্গেল। এতে কোয়ান্টাম লিউমিনিট HRDP টেকনোলজিও থাকছে।
এই টেকনোলজির সাহায্যে পিকচার কোয়ালিটির ডেপ্থ ও খুব ভালো গ্রেডেশন পাওয়া যায়। এই টেলিভিশনে থাকছে 60Hz রিফ্রেস রেট ও 8Ms রেসপন্স টাইম। এতে গেমিং ও অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে।
এতে রয়েছে নয়া সিনেমা মোড, সঙ্গে ক্রিকেট পিকচার মোড। এতে থাকছে ব্লুটুথেরও সুবিধা।

ভালো আওয়াজের জন্য এতে থাকছে 20W বিল্ট-ইন-বক্স স্পিকার্স। কন্টেন্টের দিক থেকে এই স্মার্ট টিভিতে বেশ কিছু ফিচার থাকছে। এই দুটি মডেলই OTA আপডেটস সাপোর্ট করে। এতে মিরাকাস্ট ও ই-শেয়ারের সুবিধা ও 2 USB তথা 2 HDMI পোর্টস রয়েছে।