নয়াদিল্লি: স্মার্টফোন প্রস্তুতকারী কোম্পানি Itel তাদের নয়া স্মার্টফোন Itel Vision 1 বাজারে নিয়ে এসেছে। এই ফোন স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য জানা গিয়েছে। পিছন থেকে দেখতে এই ফোন আইফোন ১১-র মতো।
দেখে নেওয়া যাক এই ফোনের কিছু ফিচার-


Itel Vision 1 –এর দাম ৫,৪৯৯ টাকা। দেশের সমস্ত রিটেল স্টোর থেকেই ফোনটি কেনা যাচ্ছে। এই ফোনের উল্লেখযোগ্য একটি ফিচার ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ফোন নীল ও বেগুনি-এই দুটি রঙের।
কোম্পানি এই ফোন ক্রয়ে গ্রাহকদের itel-এর ব্লুটুথ ওয়ারলেস হেডসেট ফ্রি দিচ্ছে। এর দাম ৭৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৮ ইঞ্চি এইচডি আইপিএস ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লে-র স্ক্রিন রেজোলিউশন 1560 x 720 পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও 19.5:9।
ফটোগ্রাফির জন্য এই ফোনে রিয়ার ডুয়েল ক্যামেরা সেটআপ, যাতে রয়েছে আট মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর ও 0.8 মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর। সেলফির জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যাতে রয়েছে AI বিউটি মোড।
Itel Vision 1 –এ 1.6GHz octa-core Unisoc SC9863A প্রোসেসর রয়েছে। গ্রাফিক্সের জন্য থাকছে IMG8322 GPU । এই ফোন Android 9.0 Pie –এ কাজ করে।
এই ফোনে রয়েছে ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি ইন্টারনেস স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে তা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যায়। এতে থাকছে 4,000 এমএইচ ব্যাটারি। কানেক্টিভিটির জন্য রয়েছে dual 4G VoLTE,ব্লুটুথ, ওয়াইফাই ও মাইক্রো ইউএসবি পোর্ট।