নয়াদিল্লি: লকডাউনে জনপ্রিয় হয়ে ওঠা জুম অ্যাপ নিয়ে সতর্ক করল কেন্দ্র সরকার। জুম একটি মার্কিন সংস্থা। ক্যালিফোর্নিয়ার এই সংস্থা মূলত ভিডিও কমিউনিকেশনের ওপর কাজ করছে। যা ব্যবহার করে সহজেই অনলাইন কনফারেন্স, ওয়েব কনফারেন্স করা যায়। উপভোক্তাদের কাছে এই অ্যাপ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে লকডাউনে ওয়ার্ক ফ্রম হোমে যারা কাজ করছেন, তাদের জন্য জুম সবথেকে পছন্দের হয়ে উঠেছে। শুধু ব্যক্তি পরিসর নয়, অনেক নামিদামি কর্পোরেট সংস্থা সহ একাধিক ছোট বড় কোম্পানিগুলোও এই অ্যাপ ব্যবহার করছে। স্বরাষ্ট্র মন্ত্রক পরিষ্কার করে জানিয়ে দেল, এই অ্যাপ নিরাপদ নয়। ব্যক্তিগত পরিসরেও এই অ্যাপ ব্যবহার করা বিপজ্জনক জানাল সাইবার কর্ডিনেশন সেন্টার।
কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিমের রিপোর্টের পরই এই অ্যাপ নিয়ে সতর্কতা জারি করে কেন্দ্রীয় সংস্থা সাইবার কর্ডিনেশন সেন্টার বা সাইকর্ড।
সরকারি আধিকারিক এবং কর্মীরা যেন এই অ্যাপ ব্যবহার করা থেকে বিরত থাকেন, তার জন্যও পরামর্শ দিয়েছে সাইকর্ড। যারা ব্যক্তিগত পরিসরে এই অ্যাপ ব্যবহার করছেন, তাদের জন্য সরকার নির্দিষ্ট করে কিছু নির্দেশিকা জারি করেছে। এক, কনফারেন্স চলাকালীন যেন কোনও অবৈধ এন্ট্রি না হয়। দুই, অনুমোদিত নয় এমন কাউকে কোনওভাবেই কনফারেন্সে অংশগ্রহণ করানো চলবে না। তিন, এমনভাবে পাসওয়ার্ড ব্যবহার করতে হবে যার ফলে ডিস্ক অপারেটিং সিস্টেমের কোনও ক্ষতি কেউ করতে পারবে না। মূলত হ্যাকাররাই ডিস্ক অপারেটিং সিস্টেমের ওপর আক্রমণ করে থাকে। এতে অনেক তথ্য চুরি যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।
সরকারের তরফে এও বলা হয়, এখনই সতর্ক না হলে ব্যক্তিগত তথ্য সহ কোম্পানির গুরুত্বপূর্ণ তথ্য চুরি যাওয়ার মতো বিপদ হতে পারে। প্রসঙ্গত, নিজেদের অ্যাপ প্রসঙ্গে সংস্থার সিইও এরিক এস ইউয়ান জানিয়েছেন, “অনেকটা তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার কারণে অনেক ভুল পদক্ষেপ হয়েছে। অতীত থেকে শিক্ষা নিয়ে কিছুটা পিছিয়ে এসে নিরপত্তা ও গোপনীয়তার ওপর জোর দেওয়া হচ্ছে।”