নয়াদিল্লি: চিনা স্মার্টফোন অনার সে দেশে অনার ৩০ সিরিজ লঞ্চ করেছে। এইই সিরিজে রয়েছে অনার ৩০, অনার ৩০ প্রো  ও অনার ৩০ প্রো+। ভারতে কবে এই ফোন আসবে এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, শিগগিরই এ দেশের বাজারে পাওয়া যাবে এই ফোন।

অনার ৩০ পাওয়া যাবে ৬জিবি+১২৮জিবি-তে। দাম ৩২,০০০ টাকার মত। আর ৮জিবি+১২৮জিবি ফোনের দান ৩৪,০০০ টাকা। আবার ৮জিবি+২৫৬জিবির দাম ৩৭,০০০ টাকার কাছাকাছি।

আবার অনার ৩০ প্রো-র ৮জিবি+১২৮জিবির দাম প্রায় ৪৩,০০০ টাকা। এর ৮জিবি+২৫৬জিবির দাম ৪৭,৬০০ টাকার কাছাকাছি। আবার অনার ৩০ প্রো+-এর ৮জিবি+২৫৬জিবির দাম প্রায় ৫৪,০০০ টাকা। ১২জিবি+২৫৬জিবির দাম ৬০,০০০ টাকার মত। তিনটি স্মার্টফোনেরই প্রি বুকিং শুরু হয়ে গিয়েছে। বিক্রি শুরু হবে ২১ এপ্রিল থেকে।

অনার ৩০-তে ৬.৫৩ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে রয়েছে। অনার ৩০ প্রো ও ৩০ প্রো+-এ রয়েছে নিজস্ব রেজোলিউশনের পাশাপাশি ৬.৫৭ ইঞ্চির ওএলইডি ডিসপ্লে। তিনটি ফোনেই ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, সঙ্গে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

অনার ৩০-তে হাইসিলিকন কিরিন ৯৮৫ প্রসেসর রয়েছে। অনার ৩০ প্রো ও ৩০ প্রো+-এ রয়েছে কিরিন ৯৯০ ৫জি প্রসেসর। ফটোগ্রাফির জন্য রয়েছে অনার ৩০-তে কড রিয়ার ক্যামেরা, সেলফির জন্য ৩২ এমপি ফ্রন্ট ক্যামেরা। ৩০ প্রো-তে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। ৩০ প্রো+-এ ৫০ এমপি আলট্রাভিশন এমX৭০০ মেন সেন্সর, ১৬ এমপি আল্ট্রা-ওয়াইড ক্যামেরা ও ৮এমপি পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে। তিনটি ফোনই ফ্ল্যাগশিপ সিরিজের।