নয়াদিল্লি: চিনের স্মার্টফোন সংস্থা 'অনার' সম্প্রতি 'অনার ৩০' সিরিজের ফোন প্রকাশ করেছে সেখানকার বাজারে। এই সিরিজে রয়েছে 'অনার ৩০','অনার ৩০ প্রো' ও 'অনার ৩০ প্রো প্লাস' মডেলগুলি। ২১ এপ্রিল চিনের বাজারে প্রথম বিক্রি শুরু হয় এই স্মার্টফোনের। অবাক করে দেওয়ার মতো বিষয় হল, বিক্রি শুরু হওয়ার প্রথম এক মিনিটের মধ্যে সংস্থা ৪২ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা)-র স্মার্টফোন বিক্রি করে ফেলে।
এই ফোনে রয়েছে ৫জি নেটওয়ার্ক এবং ৪০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের মতো নতুন ফিচার্স। এক ঝলকে দেখে নেওয়া যাক, এই ফোনে কী কী রয়েছে।
প্রথমেই আসা যাক স্পেসিফিকেশন্স-এ। 'অনার ৩০' মডেলে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ওলেড ডিসপ্লে। অন্যদিকে, 'অনার ৩০ প্রো' ও 'অনার ৩০ প্রো প্লাস' মডেলে রয়েছে কিউএইচডি রেসোলিউশনের সঙ্গে ৬.৫৭ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে। তিনটি মডেলেই শক্তিশালী ৪,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
'অনার ৩০' মডেলে হাইসিলিকন কিরিন ৯৮৫ প্রসেসর রয়েছে। সেখানে 'অনার ৩০ প্রো' ও 'অনার ৩০ প্রো প্লাস' মডেলে রয়েছে কিরিন ৯৯০ ৫জি প্রসেসর। ছবি তোলার জন্য 'অনার ৩০' মডেলে কোয়াড রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য ৩২ মেগাপিক্সেলের (এমপি) ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
'অনার ৩০ প্রো' মডেলে পেছনে তিনটি আলাদা ক্যামেরা রয়েছে। আবার 'অনার ৩০ প্রো প্লাস' মডেলে ৫০ এমপি আল্ট্রাভিশন এমএক্স ৭০০ মেন সেন্সর, ১৬ এমপি আলট্রা-ওয়াইড ক্যামেরা এবং ৮ এমপি পেরিস্কোপ টেলিফটো লেন্স ক্যামেরা দেওয়া হয়েছে।
'অনার'-এর তিনটি স্মার্টফোনই ফ্ল্যাগশিপ সিরিজের। অর্থাৎ, এই ফোনের প্রতিদ্বন্দীরা হল ওয়ান প্লাস, অপো, ভিভো, স্যামসাঙ ও নোকিয়া। এবার দেখে নেওয়া যাক 'অনার'-এর সদ্য প্রকাশিত হওয়া তিনটি মডেলের দাম।
'অনার ৩০' মডেলের রয়েছে তিনটি ভেরিয়েন্ট। ৬ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৩২ হাজার টাকা। আবার, এর ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৩৪ হাজার টাকা। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৩৭ হাজার টাকা।
'অনার ৩০ প্রো'-এর রয়েছে দুটি ভেরিয়েন্ট। ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৪৩ হাজার ৩০০ টাকা। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৪৭ হাজার ৬০০ টাকা।
একইভাবে, 'অনার ৩০ প্রো প্লাস'-এর রয়েছে দুটি ভেরিয়েন্ট। ৮ জিবি/১২৮ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৫৪ হাজার টাকা। অন্যদিকে, ৮ জিবি/২৫৬ জিবি ভেরিয়েন্টের দাম প্রায় ৬০ হাজার টাকা।