Android ফোনে বাড়িতে বসেই তৈরি করা যেতে পারে পাসপোর্ট ছবি, রইল টিপস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Oct 2020 05:32 PM (IST)
করোনা মহামারীর এই সময় খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোনো এড়িয়ে যাচ্ছেন সবাই। এই পরিস্থিতিতে বিভিন্ন জরুরী কাজের জন্য ফোন ও ল্যাপটপ ব্যবহার করছেন। কেনাকাটা থেকে শুরু করে অর্থ হস্তান্তরের মতো জরুরি কাজ অনলাইনেই করা হচ্ছে। এমনিতে ব্যাঙ্কের কোনও কাজ বা অন্য কোনও কিছু ফর্ম পূরণ করতে অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়।
NEXT
PREV
কলকাতা:করোনা মহামারীর এই সময় খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোনো এড়িয়ে যাচ্ছেন সবাই। এই পরিস্থিতিতে বিভিন্ন জরুরী কাজের জন্য ফোন ও ল্যাপটপ ব্যবহার করছেন। কেনাকাটা থেকে শুরু করে অর্থ হস্তান্তরের মতো জরুরি কাজ অনলাইনেই করা হচ্ছে। এমনিতে ব্যাঙ্কের কোনও কাজ বা অন্য কোনও কিছু ফর্ম পূরণ করতে অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। এজন্য কিন্তু বাড়ির বাইরে গিয়ে ছবি তুলতে না চাইলে অসুবিধার কিছু নেই। স্মার্টফোনেই তৈরি করে নিতে পারেন পাসপোর্ট ছবি। এখন দেখে নেওয়া যাক, কীভাবে তা করবেন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফটো এডিটিংয়ের বেশ কিছু অ্যাপ্লিকেশন থাকে, যেগুলি থেকে থেকে সহজেই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা যেতে পারে।
দেখে নেওয়া যাক-কীভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়-
১. প্লে স্টোরে পাসপোর্ট সাইজ ফটো এডিটর ডাউনলোড করুন
২. এখানে দুটি বিকল্প মিলবে, যেখানে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা যাবে এবং অ্যাপের মাধ্যমে ক্যামেরা থেকে নতুন ছবিও ক্লিক করা যেতে পারে।
৩. ছবি সিলেক্ট করার পর তা অ্যাডজাস্ট করতে হবে। এজন্য নিচে অটো অ্যাডজাস্ট বিকল্প বেছে নিতে পারেন। এতে ছবি নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যাবে।
৪. এরপর ওপরে Done অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।
৫. Done-এ ক্লিক করার পর পাসপোর্ট ফটোর সাইজ সিলেক্ট করতে হবে
৬. যদি সাইজ জানা না থাকে, তাহলে দেশের নাম সিলেক্ট করে নিচে প্রদত্ত তালিকায় ভারতীয় পাসপোর্টে ক্লিক করতে হবে
৭. ফটো সেট করতে হলে উপরে Crop অপশনে ক্লিক করতে হবে।
৮. এতে পাসপোর্ট সাইজ ফটো পাওয়া যাবে। চাইলে নিচের print multiple copies অপশন সিলেক্ট করা যেতে পারে। এখানে ফটোর সংখ্যা সিলেক্ট করা যেতে পারে।
৯. এবার উপরে প্রদত্ত Save অপশনে ক্লিক করতে হবে। তা পিএনজি ফাইল হিসেবে সেভ করতে হবে।
১০. এরপর কোনও জরুরি কাজের জন্য এই পাসপোর্ট সাইজ ফটো সিলেক্ট করা যেতে পারে।
পাসপোর্ট সাইজ ফটো এডিটর
ফোনে অ্যাপ থেকে তৈরি করুন পাসপোর্ট সাইজ ফটো
চাইলে ফোনে ফ্রি পাসপোর্ট সাইজ ফটো তৈরিতে সক্ষম এই ফটো এডিটর অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যেতে পারে। এই অ্যাপ ব্যবহার করে ভালো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যেতে পারে।
১. অ্যাপে কয়েকটি অপশন দেওয়া হয়েছে। এরমধ্যে কালার লাইটিং ব্যাকগ্রাউন্ড কালার সমস্ত নিজের হিসেবে অনুযায়ী সেট করা যেতে পারে।
২. পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে এতে নয়া ফটো ক্যাপচারও করা যায় এবং ফলো গ্যালারি থেকেও ফটো সিলেক্ট করে এডিট করা যেতে পারে।
৩. চাইলে আলাদা আলাদা মাপের ফটো তৈরি করা যেতে পারে, যেমন Visa Card, PAN Card, Id Card, water Card-এর জন্য ছবি তৈরি করা যেতে পারে
৪. এই অ্যাপে ১৫ টিরও বেশি ভাষাতে ছবি এডিট করা যেতে পারে
৫. এই অ্যাপ ডাউনলোড করতে কোনও চার্জ দিতে হয় না।
কলকাতা:করোনা মহামারীর এই সময় খুব প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরোনো এড়িয়ে যাচ্ছেন সবাই। এই পরিস্থিতিতে বিভিন্ন জরুরী কাজের জন্য ফোন ও ল্যাপটপ ব্যবহার করছেন। কেনাকাটা থেকে শুরু করে অর্থ হস্তান্তরের মতো জরুরি কাজ অনলাইনেই করা হচ্ছে। এমনিতে ব্যাঙ্কের কোনও কাজ বা অন্য কোনও কিছু ফর্ম পূরণ করতে অনেক সময় পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। এজন্য কিন্তু বাড়ির বাইরে গিয়ে ছবি তুলতে না চাইলে অসুবিধার কিছু নেই। স্মার্টফোনেই তৈরি করে নিতে পারেন পাসপোর্ট ছবি। এখন দেখে নেওয়া যাক, কীভাবে তা করবেন।
অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ফটো এডিটিংয়ের বেশ কিছু অ্যাপ্লিকেশন থাকে, যেগুলি থেকে থেকে সহজেই পাসপোর্ট সাইজ ফটো তৈরি করা যেতে পারে।
দেখে নেওয়া যাক-কীভাবে অ্যান্ড্রয়েড ফোন থেকে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যায়-
১. প্লে স্টোরে পাসপোর্ট সাইজ ফটো এডিটর ডাউনলোড করুন
২. এখানে দুটি বিকল্প মিলবে, যেখানে গ্যালারি থেকে ছবি সিলেক্ট করা যাবে এবং অ্যাপের মাধ্যমে ক্যামেরা থেকে নতুন ছবিও ক্লিক করা যেতে পারে।
৩. ছবি সিলেক্ট করার পর তা অ্যাডজাস্ট করতে হবে। এজন্য নিচে অটো অ্যাডজাস্ট বিকল্প বেছে নিতে পারেন। এতে ছবি নিজে থেকেই অ্যাডজাস্ট হয়ে যাবে।
৪. এরপর ওপরে Done অপশন দেখা যাবে, সেখানে ক্লিক করতে হবে।
৫. Done-এ ক্লিক করার পর পাসপোর্ট ফটোর সাইজ সিলেক্ট করতে হবে
৬. যদি সাইজ জানা না থাকে, তাহলে দেশের নাম সিলেক্ট করে নিচে প্রদত্ত তালিকায় ভারতীয় পাসপোর্টে ক্লিক করতে হবে
৭. ফটো সেট করতে হলে উপরে Crop অপশনে ক্লিক করতে হবে।
৮. এতে পাসপোর্ট সাইজ ফটো পাওয়া যাবে। চাইলে নিচের print multiple copies অপশন সিলেক্ট করা যেতে পারে। এখানে ফটোর সংখ্যা সিলেক্ট করা যেতে পারে।
৯. এবার উপরে প্রদত্ত Save অপশনে ক্লিক করতে হবে। তা পিএনজি ফাইল হিসেবে সেভ করতে হবে।
১০. এরপর কোনও জরুরি কাজের জন্য এই পাসপোর্ট সাইজ ফটো সিলেক্ট করা যেতে পারে।
পাসপোর্ট সাইজ ফটো এডিটর
ফোনে অ্যাপ থেকে তৈরি করুন পাসপোর্ট সাইজ ফটো
চাইলে ফোনে ফ্রি পাসপোর্ট সাইজ ফটো তৈরিতে সক্ষম এই ফটো এডিটর অ্যাপ্লিকেশন ডাউনলোড করা যেতে পারে। এই অ্যাপ ব্যবহার করে ভালো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা যেতে পারে।
১. অ্যাপে কয়েকটি অপশন দেওয়া হয়েছে। এরমধ্যে কালার লাইটিং ব্যাকগ্রাউন্ড কালার সমস্ত নিজের হিসেবে অনুযায়ী সেট করা যেতে পারে।
২. পাসপোর্ট সাইজ ফটো তৈরি করতে এতে নয়া ফটো ক্যাপচারও করা যায় এবং ফলো গ্যালারি থেকেও ফটো সিলেক্ট করে এডিট করা যেতে পারে।
৩. চাইলে আলাদা আলাদা মাপের ফটো তৈরি করা যেতে পারে, যেমন Visa Card, PAN Card, Id Card, water Card-এর জন্য ছবি তৈরি করা যেতে পারে
৪. এই অ্যাপে ১৫ টিরও বেশি ভাষাতে ছবি এডিট করা যেতে পারে
৫. এই অ্যাপ ডাউনলোড করতে কোনও চার্জ দিতে হয় না।
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -