- সারারাত চার্জ দিয়ে রাখবেন না মোবাইল
সারাদিনই ব্যস্ত থাকে ফোন। ঘুম ছাড়া ফোন চার্জে দেওয়ার সুযোগ কই। তাই ঠিক রাতে ঘুমনোর আগে ফোন চার্জে বসিয়ে দিয়ে শুয়ে পড়ার স্বভাব অনেকেরই। কিন্তু এই অভ্যাস প্রভাব ফেলে ফোন ব্যাটারির ওপর। অত্যধিক চার্জ হয়ে ফেটে যেতে পারে ব্যাটারি। আর তা না হলেও ফোনের পারফরম্যান্সের ওপর প্রভাব ফেলে ওভারচার্জড ব্যাটারি।
- সবসময় ব্যবহার করুন আসল চার্জার
অনেকেই ফোনের সঙ্গে দেওয়া চার্জার ব্যবহার করেন না। প্রত্যেকটি ফোনের জন্য থাকে একটি করে বিশেষ চার্জার যেগুলি ওই ফোনের জন্যই তৈরি। কিন্তু অনেকেই সেটি ব্যবহার করেন না। এর ফলে চার্জ হলেও ব্যাটারি ও ফোন খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। সর্টসার্কিট হয়ে গেলে পুড়ে যেতে পারে ফোনের মাদারবোর্ডও।
- ফোনের কভার খুলে চার্জ দিন
শখ বা সুরক্ষার জন্য বেশিরভাগ মানুষই ফোনে বিভিন্ন কভার ব্যবহার করেন। সেগুলি সাধারণত হার্ড বা সফট প্লাস্টিক বা রবারের হয়। এই ধরনের কভার ফোনে পরিয়ে চার্জে লাগানো বিপজ্জনক। কারণ চার্জ দেওয়ার সময় অনেক ফোন একটু গরম হয়। কভার থাকলে ফোন থেকে ওই তাপ বিকিরণ হতে পারে না। ফলে কভারের মধ্যে থেকে ফোন অত্যন্ত গরম হয়ে যায়। এতে ক্ষতি হবার প্রবল আশঙ্কা থাকে।
- পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিয়ে ফোন ব্যবহার নয়
অনেকেই এখন কাজের সুবিধার জন্য পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করেন। সব জায়গায় প্লাগ বা চার্জ দেওয়ার ব্যবস্থা না থাকার জন্য এখন সবসময়ের সঙ্গী পাওয়ার ব্যাঙ্ক। তবে এতে চার্জ দিয়ে কখনই ব্যবহার করা উচিত নয় ফোন। ফোন ডিসপ্লে থেকে ব্যাটারি, সবকিছুতেই প্রভাব ফেলে এই অভ্যাস। খুব প্রয়োজন হলে কিছুটা চার্জ হয়ে যাওয়ার পর খুলে নিয়ে ব্যবহার করুন। তারপর আবার চার্জে রাখুন।