নয়াদিল্লি: অ্যামাজন গ্র্যান্ড ইন্ডিয়ান ফেস্টিভ্যালের সঙ্গে পাল্লা দিতে বিগ বিলিয়ন ডে নিয়ে এল ফ্লিপকার্ট। একাধিক গ্যাজেট সহ ফ্যাশান বা অন্যান্য বিভিন্ন বিষয়েও প্রচুর ছাড় দিচ্ছে এই শপিং সাইট। অ্যামাজন ও ফ্লিপকার্ট, দুটিই প্রচুর অফার দিচ্ছে ল্যাপটপে। এক ঝলকে দেখে নিন, এখন ল্যাপটপ কেনার পরিকল্পনা থাকলে কোনটি হতে পারে সেরা পছন্দ?


অ্যামাজনের অফারে সেরা ল্যাপটপগুলি হল- 

  • Dell Inspiron 3493 14-inch FHD Thin & Light Laptop - (দাম-৩৫,৯৯০ থেকে ৩৯,৭৮৮ টাকা)


Intel Core i5-1035G1 প্রসেসার রয়েছে এই ল্যাপটপে। রয়েছে ৩.৪ GHz with Intel Turbo Boost Technolog ও 8 GB DDR4-2666 এসডি র‍্যাম।

  • HP 15 10th Gen Intel Core i3 15.6-inch FHD Laptop - (দাম- ৫০,৯৯০ থেকে  ৬৩.৯৯০ টাকা)


10th Gen Intel Core i5-1035G1 Processor রয়েছে এই ল্যাপটপে। রয়েছে 8GB (২x ৪GB) DDR4 ৩২০০MHz ডুয়েল চ্যানেল র‍্যাম । এটিকে ১২ জিবি পর্যন্ত আপগ্রেড করা যায়। স্টোরেজ রয়েছে ৫১২GB M.2 NVMe PCIe ৩.0 SSD।

  • Acer Aspire 3 A315-23 15.6-inch Laptop - (দাম- ৪১,৯৯০ থেকে ৫৩,৬৯৯ টাকা)


1 GhzGHz AMD AMD Ryzen ৫-৩৫০০U প্রসেসারের সঙ্গে আসছে এই ল্যাপটপ। রয়েছে ৮ জিবি হার্ডড্রাইভ ও ১৫.৬ ইঞ্চি স্ক্রিন। AMD Radeon Vega 8 Mobile Graphics এর সঙ্গে রয়েছে Windows 10, Home, 64Bit operating system।

ফ্লিপকার্টে এসবিআই ডেবিট ও ক্রেডিট কার্ডে থাকছে বিশেষ অফার। এসবিআই ক্রেডিট কার্ডে থাকছে ৫০০০ টাকার ওপর কেনাকাটায় থাকছে ১৭৫০ টাকার ছাড়। এসবিআই ডেবিট কার্ডে থাকছে ১২৫০ টাকার ছাড়।

ফ্লিপকার্টের অফারে সেরা ল্যাপটপগুলি হল- 

  • Acer Aspire 7 Core i5 9th Gen - (দাম- ৪৯,৯৯০ থেকে ৭৯.৯৯০ টাকা)


৮ জিবি র‍্যামের সঙ্গে এই ল্যাপটপে থাকছে ৫১২ GB SSD, Windows 10 Home, ৪ GB Graphics/NVIDIA Geforce GTX ১৬৫০/60 Hz। গেম খেলার জন্য এই ল্যাপটপ বেশ ভালো। ১৫ ইঞ্চি স্ক্রিন সাইজের এই ল্যাপটপটির ওজন ২.১৫ কেজি।

  • Lenovo Ideapad L340 Core i7 9th Gen - (দাম- ৬৫,৯৯০ থেকে  ৯৮,৩৯০ টাকা)


৮ জিবি র‍্যামের সঙ্গে এই ল্যাপটপে থাকছে ১ টিবি হার্ডড্রাইভ ও ২৫৬ জিবি এসএসডি। Windows 10 Home and gets. ৪ GB NVIDIA Geforce GTX 1650 graphics রয়েছে এতে। ১৫ ইঞ্চি স্ক্রিন সাইজের এই ল্যাপটপটির ওজন ২.১৯ কেজি।

  • Dell Vostro Core i5 10th Gen - (দাম- ৪৮,৯৯০ থেকে  ৫৩,৮৫৯ টাকা)


৮ জিবি র‍্যামের সঙ্গে এই ল্যাপটপে থাকছে ১ টিবি হার্ডড্রাইভ ও ২৫৬ জিবি এসএসডি। Windows 10 Home-এ চলে এই ল্যাপটপ। ১৪ ইঞ্চি স্ক্রিন সাইজের এই ল্যাপটপটির ওজন ১.৬৬ কেজি।

  • HP 15s Core i3 10th Gen- (দাম- ৩৫,৯৯০ থেকে  ৩৯,৭৮৮ টাকা)


৮ জিবি র‍্যামের সঙ্গে এই ল্যাপটপে থাকছে ১ টিবি হার্ডড্রাইভ ও ১টিবি এসএসডি। ১৫.৬ ইঞ্চি স্ক্রিন সাইজের এই ল্যাপটপটির ওজন ১.৯১ কেজি। চলে Windows 10-এ।