নয়াদিল্লি: আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতে 5G স্মার্টফোন iQOO3 লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকছে এখনও পর্যন্ত সবচেয়ে জোরাল qualcomm snapdragon 865 প্রোসেসর। ফ্লিপকার্টে বিক্রি শুরু হবে এই ফোন এবং এজন্য একটি বিশেষ পেজও তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, iQOO চিনের স্মার্টফোন কোম্পানি Vivo-র সাবব্র্যান্ড। এবার এই ব্র্যান্ড পৃথক হয়ে নতুন স্মার্টফোনের সঙ্গে ভারতে আসছে। iQOO 3 স্মার্টফোন Geekbench-এও স্পটও করেছে। লিস্টিংয়ে এই ফোনের কোডনেম রাখা হয়েছে 'kona'।
এই ফোনে থাকতে পারে ৮ জিবি র্যাম, আর তা Android 10 ওএস-এ কাজ করবে। সংবামাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী GeekBench-এ এই স্মার্টফোনকে সিঙ্গল কোর স্কোর ও 3217 মাল্টি কোর স্কোর দেওয়া হয়েছে। অন্য সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, iQOO3 স্মার্টফোনে ৬.৪ ইঞ্চি ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে থাকতে পারে। যার রেজোলিউশন হতে পারে 1080 x 2400 পিক্সেল।
এই ফোন তিন স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ কর হতে পারে, যাতে 6GB, 8GB ও 12GB র্যাম ও ১২৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে।
ফটোগ্রাফির জন্য ফোনে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ মিলবে। সেলফির জন্য এই স্মার্টফোনে থাকতে পারে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোনে পাওযারের জন্য থাকতে পারে 4,370এমএইইচ ব্যাটারি। এই ফোন ফটোগ্রাফিতে আগ্রহীদের নজর কাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই ফোনের দাম সম্পর্কে এখনও কোনও তথ্য জানা যায়নি।
এই ফোন সম্পর্কে যে তথ্য সামনে আসছে, তার থেকে মনে করা হচ্ছে, এটি খুবই শক্তিশালী স্মার্টফোন হতে পারে। এখন দেখার কত দামে কোম্পানি ফোনটি লঞ্চ করে।
আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হচ্ছে 5G স্মার্টফোন iQOO3, থাকছে জোরাল প্রোসেসর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Feb 2020 07:33 PM (IST)
উল্লেখ্য, iQOO চিনের স্মার্টফোন কোম্পানি Vivo-র সাবব্র্যান্ড। এবার এই ব্র্যান্ড পৃথক হয়ে নতুন স্মার্টফোনের সঙ্গে ভারতে আসছে। iQOO 3 স্মার্টফোন Geekbench-এও স্পটও করেছে। লিস্টিংয়ে এই ফোনের কোডনেম রাখা হয়েছে 'kona'।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -