এসে গেল রাজি, পুরাণ নির্ভর মেড ইন ইন্ডিয়া ভিডিও গেম
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Oct 2020 08:26 AM (IST)
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সংস্কৃতি ও পুরাণের ভিত্তিতে ভিডিও গেম তৈরির কথা বলেন। ফলে ডেভেলপাররা তৈরি করতে শুরু করেছেন একের পর এক নতুন নতুন মেড ইন ইন্ডিয়া গেম।
নয়াদিল্লি: পুরাণের গল্প নিয়ে তৈরি হয়েছে সিঙ্গল প্লেয়ার অ্যাকশন অ্যাডভেঞ্চার গেম রাজি। এই গেমের নায়িকা রাজি, সে তার ভাইকে খুঁজছে। নডিং হেডস গেম নামে পুনের একটি স্টুডিও এই সম্পূর্ণ ভারতীয় ভিডিও গেমটি তৈরি করেছে। রাজির ওয়েবসাইট বলছে, এই গেম রাজি আর গোলু নামে দুই ভাইবোনের গল্প। বাইরে থেকে আসা একদল হিংস্র ভবঘুরের আক্রমণে তারা বিচ্ছিন্ন হয়ে যায়, তারপর পরস্পরকে খুঁজে পায় এক ভয়ঙ্কর যুদ্ধের মাঝে। ভাইকে খোঁজার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় রাজি, ঠিক করে, এই যুদ্ধে ইতি টানবে সে। কিন্তু তা তখনই সম্ভব, যখন সে ওই হামলাকারী ভবঘুরেদের নেতা মহাবলাসুরকে পরাস্ত করতে পারবে। রাজির দুর্দান্ত আর্টওয়ার্ক আর গ্রাফিক্স গেমারদের কাছে এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ত্রিশূল, শারাঙ্গা ধনুকের মত নানা ধরনের শক্তিশালী অস্ত্র নিয়ে চলছে লড়াই। স্টিম, এক্সবক্স, পিএস৪, নিনতেন্ডো সুইচ ও এপিক গেমসে পাওয়া যাচ্ছে রাজি। এটি ডাউনলোড করতে লাগবে উইন্ডোজ ১০ ৬৪-বিট ওএস, সঙ্গে ১৬ জিবি র্যাম মেমোরি। রাজি ছাড়াও আপনি ডাউনলোড করতে পারেন ভারতে তৈরি ফিয়ারলেস অ্যান্ড ইউনাইটেড: গার্ডস (ফউ-জি)। ঘরে বাইরে ভারতীয় নিরাপত্তা বাহিনী যে সব সঙ্কটের মোকাবিলা করে তা নিয়ে তৈরি হয়েছে এই গেম। অক্টোবরের শেষে বাজারে আসতে পারে এই গেম, প্রথম লেভেল হল গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের ওপর। গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়াযাবে এটি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতীয় সংস্কৃতি ও পুরাণের ভিত্তিতে ভিডিও গেম তৈরির কথা বলেন। ফলে ডেভেলপাররা তৈরি করতে শুরু করেছেন একের পর এক নতুন নতুন মেড ইন ইন্ডিয়া গেম।