১. CP-UNC-TB81ZL6-VMDS Camera- বাড়ির সমস্ত খুঁটিনাটি দেখতে এই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা যেতে পারে। এটি একটি ৮ মেগাপিক্সেলের সিসিটিভি ক্যামেরা। এর ওয়াইড রেঞ্জ ৬০ মিটার। এতে ১৬ এক্স জুমের সঙ্গে ৪ কে ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে। এই ক্যামেরা ফোনের সঙ্গেও কানেক্ট করা যায়। এই ক্যামেরায় ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ডের সাপোর্ট মিলবে।
২. Secureye S-CCI3 Bullet Camera- হোম সিকিউরিটি ক্যামেরার মধ্যে সিকিওরআই অন্যতম একটি নাম। এই ক্যামেরায় ৮ মেগাপিক্সেল রেজোলিউশনের লেন্স রয়েছে। এছাড়াও এতে রয়েছে স্মার্ট ডিটেকশনও। এর ক্যামেরায় ইনফ্রারেড কাট ফিল্টারও রয়েছে। এই ক্যামেরা ওয়েদারপ্রুফ। এই ক্যামেরার সঙ্গে আইফোন, আইপ্যাড ও অ্যান্ড্রয়েডের মতো ডিভাইস কানেক্ট করা যায়।
3. Lorex LNB8005 Security Camera- লোরেক্সের এই ক্যামেরাতেও রয়েছে ৮ মেগাপিক্সেল লেন্স। এটি একটি এইচডি সিসিটিভি ক্যামেরা। এক সর্বাধিক রেঞ্জ ৪০ মিটার। এতে নাইট ভিশন সাপোর্টও রয়েছে। এর ওজন ৫০০ গ্রাম।
4. Hikvision 8MP CCTV Bullet Camera-এই ক্যামেরাতেও রয়েছে আট মেগাপিক্সেলের সেন্সর। এই ক্যামেরার ওয়াটার ও ডাস্টপ্রুফের জন্য IP67 রেটিং। এই ক্যামেরা মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট থেকে ১৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় অপারেট করা যেতে পারে। এই ক্যামেরার আউটপুট কালারের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।