কলকাতা: বিগত কয়েক বছর থেকেই সিসিটিভি ক্যামেরার চাহিদা বেশ বেড়েছে। নিরাপত্তার দিকটি মাথায় রেখে বাজার, শপিং কমপ্লেক্স, অফিস ও বাড়ি- বিভিন্ন জায়গাতেই এখন সিসিটিভি ক্যামেরার নজর। আগে অবশ্য জনবহুল স্থানগুলিতেই সিসিটিভি ক্যামেরা বসানো হত। এখন বাড়িতেও তা ব্যবহার করা হয়। বাড়িতে বয়স্ক বা শিশু থাকলে, তাদের দেখভাল ও সামগ্রিকভাবে বাড়ির নিরাপত্তার কারণে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হয়। আজকাল বাজারে নানা ধরনের বেশ গুণমানসম্পন্ন সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। এই সব ক্যামেরার মাধ্যমে পরিষ্কার ভিডিও কোয়ালিটি পাওয়া যায়। দেখে নেওয়া যাক, এমন কিছু সিসিটিভি ক্যামেরা, যেগুলিতে রয়েছে ৮ মেগাপিক্সেল লেন্স।


১. CP-UNC-TB81ZL6-VMDS Camera- বাড়ির সমস্ত খুঁটিনাটি দেখতে এই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা যেতে পারে। এটি একটি ৮ মেগাপিক্সেলের সিসিটিভি ক্যামেরা। এর ওয়াইড রেঞ্জ ৬০ মিটার। এতে ১৬ এক্স জুমের সঙ্গে ৪ কে ভিডিও স্ট্রিমিংয়ের সুবিধা রয়েছে। এই ক্যামেরা ফোনের সঙ্গেও কানেক্ট করা যায়। এই ক্যামেরায় ১২৮ জিবি পর্যন্ত মেমোরি কার্ডের সাপোর্ট মিলবে।

২. Secureye S-CCI3 Bullet Camera- হোম সিকিউরিটি ক্যামেরার মধ্যে সিকিওরআই অন্যতম একটি নাম। এই ক্যামেরায় ৮ মেগাপিক্সেল রেজোলিউশনের লেন্স রয়েছে। এছাড়াও এতে রয়েছে স্মার্ট ডিটেকশনও। এর ক্যামেরায় ইনফ্রারেড কাট ফিল্টারও রয়েছে। এই ক্যামেরা ওয়েদারপ্রুফ। এই ক্যামেরার সঙ্গে আইফোন, আইপ্যাড ও অ্যান্ড্রয়েডের মতো ডিভাইস কানেক্ট করা যায়।
3. Lorex LNB8005 Security Camera- লোরেক্সের এই ক্যামেরাতেও রয়েছে ৮ মেগাপিক্সেল লেন্স। এটি একটি এইচডি সিসিটিভি ক্যামেরা। এক সর্বাধিক রেঞ্জ ৪০ মিটার। এতে নাইট ভিশন সাপোর্টও রয়েছে। এর ওজন ৫০০ গ্রাম।
4. Hikvision 8MP CCTV Bullet Camera-এই ক্যামেরাতেও রয়েছে আট মেগাপিক্সেলের সেন্সর। এই ক্যামেরার ওয়াটার ও ডাস্টপ্রুফের জন্য IP67 রেটিং। এই ক্যামেরা মাইনাস ৪০ ডিগ্রি ফারেনহাইট থেকে ১৪০ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় অপারেট করা যেতে পারে। এই ক্যামেরার আউটপুট কালারের সঙ্গে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট।