নয়াদিল্লি: টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন ইত্যাদি কেনার কথা যাঁরা ভাবছেন, তাঁদের জন্য খারাপ খবর রয়েছে। এই ধরনের জিনিসের বাজারে মূল্যবৃদ্ধির প্রবল ধাক্কা লাগতে চলেছে নতুন বছরে। জানা যাচ্ছে নিউ ইয়ারে আনন্দের সঙ্গে এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি কেনার দিন শেষ। এসবের দাম গড়ে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। এমন মূল্যবৃদ্ধির মূল কারণ হ’ল এগুলি তৈরিতে ব্যবহৃত গুরুত্বপূর্ণ উপকরণ তামা, অ্যালুমিনিয়াম এবং স্টিলের দাম বেড়ে যাওয়া বৃদ্ধি। পাশাপাশি সামুদ্রিক পরিবহণ ও বিমান পরিবহণের খরচও বেড়েছে।
ইলেকট্রনিক সামগ্রী নির্মাতাদের বক্তব্য, বিশ্বব্যাপী বিক্রেতাদের কাছ থেকে সরবরাহ কমে যাওয়ার কারণেই টিভি প্যানেলের দাম প্রায় ২০০ শতাংশ বেড়েছে। পাশাপাশি ক্রুডের দাম বেড়ে যাওয়ার কারণে প্লাস্টিক ব্যয়বহুল হয়ে উঠেছে। এ কারণে প্যানাসনিক ইন্ডিয়া, এলজি এবং থমসন জানুয়ারি থেকে তাদের পণ্যগুলির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সনি কোম্পানি আর একটু বাজারের পরিস্থিতি দেখে নিয়ে তার পরে সে দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গিয়েছে। তবে দাম বাড়ানো ছাড়া কোনও বিকল্প নেই বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
কাঁচামাল, আকরিক ইত্যাদির সমস্যার দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। বিভিন্ন সংস্থাগুলি বলছে যে করোনা এবং লকডাউনের কারণে খনির কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। তাই প্রয়োজনীয় ধাতুর দাম দ্রুত বেড়েছে। একই সময়ে, ধারক অভাবের কারণে, ভাড়ার ব্যয়ও পাঁচ থেকে ছয় গুণ বেড়েছে। রাতারাতি প্রোডাকশনের মোট ব্যয় ২০ থেকে ২৫ শতাংশে বেড়েছে। দাম বাড়ানো ছাড়া উপস্থিত আর কোনও উপায় খোলা নেই সংস্থাগুলির কাছে।
বেশ কিছু সংস্থা দাম বাড়ানোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। প্যানাসনিক ইন্ডিয়ার প্রেসিডেন্ট তথা সিইও মনীষ শর্মা জানিয়েছেন যে উপকরণে দাম বাড়ার কারণে তাঁদের পণ্য ব্যয়বহুল হবে। প্যানাসনিকের পণ্যের দাম জানুয়ারিতে ৬-৭ শতাংশ বাড়তে পারে। একই সঙ্গে এলজি ইলেক্ট্রনিক্সের সমস্ত পণ্য আগামী জানুয়ারি থেকে ৭-৮ শতাংশ বেশি ব্যয়বহুল হবে। এর মধ্যে রয়েছে টিভি, ওয়াশিং মেশিন এবং ফ্রিজ। এলজি ইলেক্ট্রনিক্স ইন্ডিয়ার ভিপি (হোম অ্যাপ্লায়েন্সস) বিজয়বাবো জানিয়েছেন, তামা এবং অ্যালুমিনিয়াম আকরিক-সহ নানা কাঁচামাল এবং ধাতবগুলির দাম বেড়েছে। এছাড়াও, বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে, তাই প্লাস্টিকের উপকরণগুলির দামও যথেষ্ট পরিমাণে বেড়েছে। এর ক্ষতিপূরণ দেওয়ার জন্যই দাম বাড়ানো দরকার।
ফ্রেঞ্চ ইলেকট্রনিক্স ব্র্যান্ড থমসন এবং কোডাকের ব্র্যান্ড সুপার প্লাস্ট্রোনিক্স বলছে টিভি ওপেনসেলের দাম প্রায় ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। তাই থমসন এবং কোডাক জানুয়ারী থেকেই অ্যান্ড্রয়েড টিভির দাম ২০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
সনি এখন অপেক্ষা করছে এবং পরিস্থিতি বিবেচনা করে দেখছে। সংস্থার কর্ণধার সুনীল নযইয়ার জানিয়েছেন যে দাম বৃদ্ধির বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।, এখনও কিছুই পরিষ্কার নয় এবং দাম কত বাড়ানো হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
নতুন বছরে আরও মহার্ঘ হচ্ছে টিভি, ফ্রিজের মতো ঘরোয়া সামগ্রী, দেখুন দাম কতটা বাড়বে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2020 01:34 PM (IST)
টিভি, ফ্রিজ এবং ওয়াশিং মেশিন ইত্যাদি কেনার কথা যাঁরা ভাবছেন, তাঁদের জন্য খারাপ খবর রয়েছে। এই ধরনের জিনিসের বাজারে মূল্যবৃদ্ধির প্রবল ধাক্কা লাগতে চলেছে নতুন বছরে। জানা যাচ্ছে নিউ ইয়ারে আনন্দের সঙ্গে এলইডি টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি কেনার দিন শেষ। এসবের দাম গড়ে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -