নয়াদিল্লি: আই ফোন নিতে চান? এবার গ্যাটের কড়ি খরচ না করেই পেয়ে যেতে পারেন আই ফোন। তবে হ্যাঁ, শর্ত একটাই। আপনাকে নিরাপত্তা-গবেষক হতে হবে। ওই ফোন থেকে খুঁজে বের করতে হবে আই ফোনের নিরাপত্তায় কোথায় গলদ রয়েছে।
জুলাই মাসে অ্যাপল জানিয়েছিল এমন ফোন বিনি পয়সায় দেবে তারা। শর্ত থেকেই বোঝা যাচ্ছে এই ফোন সাধারণ ক্রেতাদের জন্য নয়। এই ফোনের গালভরা নাম হল সিকিউরিটি রিসার্চ ডিভাইসেস বা সংক্ষেপে এসআরডি। এই ইউনিটগুলির অনন্য কোড এক্সিকিউশন এবং আলাদা নিয়ন্ত্রণ নীতি রয়েছে। আই ফোনের ভার্সনগুলিতে যে ধরনের আইওএস ক্ষমতা থাকে তার চেয়েও এ ধরনের ফোনে অনেক বেশি ক্ষমতা রয়েছে। এই ধরনের ডিভাইসগুলির আরেক পরিচিত নাম হল, জেলব্রেক ইউনিট। ব্যবহারকারীদের দূষিত সফ্টওয়্যার ইনস্টল করতে এবং তাদের সুরক্ষা বৈশিষ্ট্যগুলি পরীক্ষা করার সুযোগ দেয়। অতিমারির বছর হলেও নিরাপত্তার বিষয়ে অর্থ বরাদ্দে ফাঁক রাখতে চায়নি অ্যাপল। বছরের মধ্যিখানে এমন প্রজেক্টের কথা ঘোষণা করেছিল বিশ্বের অন্যতম নামী এই ফোন প্রস্তুতকারী সংস্থা। এবার সেই কাজ শুরু করতে চলেছে তারা। সূত্রের খবর কমপক্ষে আগামী একবছর ধরে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কাজ করবে তারা। হ্যাকার ফ্রেন্ডলি এই ফোন গবেষকদের মধ্যে বিলি করে অ্যাপল নিশ্চিত হতে চায় নিরাপত্তাজনিত ফাঁকগুলি কী কী, যা দিয়ে সহজেই ফোনে ঢুকে পড়তে পারে হ্যাকাররা। যে গবেষক সকলের আগে এমনটা দেখাতে পারবেন, তাকে অ্যাপল বাউন্টি প্রোগ্রামের আওতায় পুরস্কৃত করা হবে।
১১ কোটি টাকা পর্যন্ত পুরস্কার পেতে পারেন ওই গবেষক। তবে পুরস্কার মূল্য নির্ভর করছে কতটা গলদ কী ধরনের নিরাপত্তাজনিত খামতি ধরে দিতে পারেন তার উপরে। ভারতের ভাবুক জৈন-কে অ্যাপল বড় অঙ্কের পুরস্কার মূল্য দিয়েছিল।
বিনা পয়সায় আইফোন পাঠাচ্ছে অ্যাপল, জানেন কারা পাবেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Dec 2020 04:05 PM (IST)
আই ফোন নিতে চান? এবার গ্যাটের কড়ি খরচ না করেই পেয়ে যেতে পারেন আই ফোন। তবে হ্যাঁ, শর্ত একটাই। আপনাকে নিরাপত্তা-গবেষক হতে হবে। ওই ফোন থেকে খুঁজে বের করতে হবে আই ফোনের নিরাপত্তায় কোথায় গলদ রয়েছে।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -