Redmi 9i
দুটি ভ্যারিয়েন্টে মিলবে এই ফোন। এর 4GB+64GB ভ্যারিয়েন্টের দাম ৮,২৯৯ টাকা। 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Helio G25 প্রোসেসর। এর ব্যাটারি 5000mAh যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফি ও ভিডিও-র জন্য ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গল ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ লাইট। এতে রয়েচে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চির HD+ডিসপ্লে। ফোনের তিনটি রং-মিডনাইট ব্ল্যাক, সি ব্লু ও নেচার গ্রিন। এই বাজেট স্মার্টফোন দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই ভালো হতে পারে।
Realme C3
বাজেট সেগমেন্টে Realme C3 বেশ ভালো ফোন। এতে রয়েছে 3GB ও 4GB র্যাম অপশন। এখানে এর 4GB র্যাম ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য দেওয়া হল। এই ফোনের 4GB+64GB স্টোরেড ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে।পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে MediaTek Helio G70 প্রোসেসর। এর ব্যাটারি 5000 mAh, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাপি ও ভিডিও-র জন্য এই ফোনে রয়েছে 12MP+2MP-র AI ডুয়েল ক্যামেরা।
Vivo U10
Vivo -র U10 বাজেট সেগমেন্টে বেশ ভালো ফোন। এর তিনটি ভ্যারিয়েন্ট। কিন্তু এখানে 4GB র্যাম ভ্যারিয়েন্ট সম্পর্কেই তথ্য দেওয়া হল। এর 4GB+64GB ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। এই ফোনে রয়েছে 6.35 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে থাকছে 13MP + 8MP + 2MP-র ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে Qualcomm Snapdragon 665 AIE প্রোসেসর। সেইসঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্টের 5000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে।
Infinix Hot 9 Pro
বাজেট সেগমেন্টে Infinix বেশ কয়েকটি স্মার্টফোন নিয়ে এসেছে। এরমধ্যে Hot 9 Pro দারুণ একটি স্মার্টফোন। এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চির এইচডি+ হোল পাঞ্চ এলসিডি আইপিএস ডিসপ্লে। এর রিয়ার ফিঙ্গারপ্রিন্স সেন্সরের সঙ্গে ফেস আনকল সেন্সরও রয়েছে। এই ফোনের ব্যাটারি 5,000 Mah। ফটোগ্রাফি ও ভিডিও-র জন্য এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। চতুর্থ ক্যামেরা রয়েছে লো লাইট সেন্সর সহ। এতে রয়েছে কোয়াড-এলইডি ফ্ল্যাশ। Infinix Hot 9 Pro স্মার্টফোনেপ 4 GB র্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা।