কলকাতা: বর্তমানে ভারতে বাজেট সেগমেন্টে একের পর এক স্মার্টফোন আসছে। এরইমধ্যে 4GB র‌্যাম যুক্ত ফোন কিনতে চাইলে এবং বাজেট ১০ হাজার টাকা হলে দেখে নিতে পারেন বিশেষ কয়েকটি স্মার্টফোন সম্পর্কে তথ্য।


Redmi 9i

দুটি ভ্যারিয়েন্টে মিলবে এই ফোন। এর 4GB+64GB ভ্যারিয়েন্টের দাম ৮,২৯৯ টাকা। 4GB+128GB ভ্যারিয়েন্টের দাম ৮,৯৯৯ টাকা। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে MediaTek Helio G25 প্রোসেসর। এর ব্যাটারি 5000mAh যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাফি ও ভিডিও-র জন্য ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গল ক্যামেরা, সঙ্গে এলইডি ফ্ল্যাশ লাইট। এতে রয়েচে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে রয়েছে 6.53 ইঞ্চির HD+ডিসপ্লে। ফোনের তিনটি রং-মিডনাইট ব্ল্যাক, সি ব্লু ও নেচার গ্রিন। এই বাজেট স্মার্টফোন দৈনন্দিন ব্যবহারের জন্য খুবই ভালো হতে পারে।

Realme C3
বাজেট সেগমেন্টে Realme C3 বেশ ভালো ফোন। এতে রয়েছে 3GB ও 4GB র‌্যাম অপশন। এখানে এর 4GB র‌্যাম ভ্যারিয়েন্ট সম্পর্কে তথ্য দেওয়া হল। এই ফোনের 4GB+64GB স্টোরেড ভ্যারিয়েন্টের দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ডিসপ্লে।পারফরম্যান্সের জন্য ফোনে রয়েছে MediaTek Helio G70 প্রোসেসর। এর ব্যাটারি 5000 mAh, যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। ফটোগ্রাপি ও ভিডিও-র জন্য এই ফোনে রয়েছে 12MP+2MP-র AI ডুয়েল ক্যামেরা।
Vivo U10
Vivo -র U10 বাজেট সেগমেন্টে বেশ ভালো ফোন। এর তিনটি ভ্যারিয়েন্ট। কিন্তু এখানে 4GB র‌্যাম ভ্যারিয়েন্ট সম্পর্কেই তথ্য দেওয়া হল। এর 4GB+64GB ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯০ টাকা। এই ফোনে রয়েছে 6.35 ইঞ্চির HD+ ডিসপ্লে। ফটোগ্রাফির জন্য এতে থাকছে 13MP + 8MP + 2MP-র ট্রিপল ক্যামেরা সেটআপ। সেলফির জন্য রয়েছে 8MP ফ্রন্ট ক্যামেরা। এতে রয়েছে Qualcomm Snapdragon 665 AIE প্রোসেসর। সেইসঙ্গে 18W ফাস্ট চার্জিং সাপোর্টের 5000 mAh ব্যাটারি রয়েছে এই ফোনে।
Infinix Hot 9 Pro
বাজেট সেগমেন্টে Infinix বেশ কয়েকটি স্মার্টফোন নিয়ে এসেছে। এরমধ্যে Hot 9 Pro দারুণ একটি স্মার্টফোন। এই ফোনে রয়েছে 6.6 ইঞ্চির এইচডি+ হোল পাঞ্চ এলসিডি আইপিএস ডিসপ্লে। এর রিয়ার ফিঙ্গারপ্রিন্স সেন্সরের সঙ্গে ফেস আনকল সেন্সরও রয়েছে। এই ফোনের ব্যাটারি 5,000 Mah। ফটোগ্রাফি ও ভিডিও-র জন্য এতে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরা সেটআপে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। চতুর্থ ক্যামেরা রয়েছে লো লাইট সেন্সর সহ। এতে রয়েছে কোয়াড-এলইডি ফ্ল্যাশ। Infinix Hot 9 Pro স্মার্টফোনেপ 4 GB র‌্যাম + 64 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা।