নয়াদিল্লি: স্মার্টফোন অনুরাগী মহলে বেশ জনপ্রিয় হচ্ছে ওয়ানপ্লাস ৮ সিরিজের ওয়ানপ্লাস ৮ প্রো। এই ফোনে আজ সেল। আমাজন ও ওয়ানপ্লাসের ওয়েবসাইটে এই ফোনের সেল দুপুর ১২ টা থেকে শুরু হয়। এদিনের সেলে দেওয়া হয়েছে, বেশ ভালো কয়েকটি অফার।
OnePlus 8 Pro -র 12GB+ 256 GB ভ্যারিয়েন্টের দাম ৫৪,৯৯৯ টাকা। এদিনে সেলে সিটি ব্যাঙ্কের ক্রেডিট কার্জে কিনলে ১০ শতাংশ ডিসকাউন্টের অফার দেওয়া হয়। আমাজন পে পেমেন্টে এক হাজার টাকার ক্যাশব্যাকেরও অফার দেওয়া হয়। জিও ইউজারদের জন্য ছয় হাজার টাকা পর্যন্ত সুবিধার অফারও এই সেলে দেওয়া হয়।
গ্রাহকরা ৮ প্রো ৫ জি-র জন্য অপেক্ষায় রয়েছেন। যা ভারতে প্রথমবার বিক্রির জন্য পেশ করা হবে। এই ফোনের দুটি ভ্যারিয়েন্ট। একটি ভ্যারিয়েন্ট ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের। এর দাম ৫৪,৯৯৯ টাকা। অন্যদিকে, ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা। এই ফোন তিন রঙের-আল্ট্রামেরিন ব্লু, ওনিক্স ব্ল্যাক ও গ্লেসিয়াল গ্রিন।


এই ফোনের ব্যাক প্যানেলে চার ক্যামেরা। ৪৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরায় রয়েছে সোনির লেন্স। ৪৮ মেগাপিক্সেলেরই আল্ট্রাওয়াইজ ক্যামেরা রয়েছে। সবার নিচে রয়েছে ৫ মেগাপিক্সেলের স্পেশ্যাল কালার ফিল্টার ক্যামেরা । এছাড়াও রয়েছে ৩০ এক্স ডিজিটাল জুম সহ ৮ মেগাপিক্সেল হাইব্রিড জুম ক্যামেরা।

স্যামসাং তাদের গ্যালাক্সি নোট ১০ লাইটের দাম ৪০০০ টাকা কমিয়েছে। এই স্মার্টফোনের ৬ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৩৭,৯৯৯ টাকায় ও ৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা।

গ্যালাক্সি নোট ১০ লাইটে রয়েছে ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ইনফিনিটি ও সুপার এমোলেড ডিসপ্লে। এই ফোনে মিলবে এস-প্যানের সুবিধা। পারফর্ম্যান্সের জন্য রয়েছে এক্সিনোস ৯৮১০ প্রোসেসর। যা ১০ এনএম অক্টাকোর প্রোসেসর। এর ক্লক স্পিড ২.৭ গিগাহার্টজ। এই ফোনে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ। ফাস্ট চার্জি সাপোর্ট সহ ৪৫০০ এমএএইচ ব্যাটারি।
ফটোগ্রাফির জন্য রিয়ারে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। এর প্রথম লেন্স ১২ মেগাপিক্সেল, যাতে রয়েছে অপ্টিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। দ্বিতীয় লেন্স ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল সহ। ১২ মেগাপিক্সেলের তৃতীয় লেন্সে রয়েছে টেলিফটো লেন্স। সেলফির জন্য রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা।