কলকাতা: আগামী শুক্রবার, ১৬ অক্টোবর বাজারে আসতে চলেছে ওয়ান প্লাস ৮টি। ভারতের বাজারে দাম হবে ৪২,৯৯৯ টাকা (৮ জিবি র‌্যাম/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ) ও ৪৫,৯৯৯ টাকা (১২ জিবি র‌্যাম/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ)। ১৬ অক্টোবর শুধুমাত্র অ্যামাজনের প্রাইম মেম্বাররা ফোনটি কিনতে পারবেন। ১৭ অক্টোবর থেকে অ্যামাজনের পাশাপাশি ওয়ান প্লাস মোবাইলের ওয়েবসাইটেও পাওয়া যাবে। অ্যাকোয়ামেরিন গ্রিন ও লুনার সিলভার – আপাতত এই দুই রংয়ের মডেল পাওয়া যাবে।


ডিসপ্লে: ওয়ান প্লাস ৮টি-তে ৬.৫৫ ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। রেজোলিউশন ২৪০০X১০৮০ পিক্সেল।

প্রসেসর: কোয়ালকমের অত্যাধুনিক স্ন্যাপড্রাগন ৮৬৫ প্রসেসর রয়েছে এই ফোনে। সঙ্গে অ্যাড্রিনো ৬৫০ জিপিইউ। ৫জি কানেক্টিভিটির জন্য ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স ৫৫ ৫জি চিপ।

সফটওয়্যার: ওয়ান প্লাস সংস্থার প্রথম ফোন হিসাবে ৮টি-তে রয়েছে গুগলের অত্যাধুনিক অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম। পাশাপাশি সংস্থার নিজস্ব অক্সিজেন ওএস ১১ রয়েছে।

ব্যাটারি: ফোনটির ব্যাটারি ৪৫০০ এমএএইচ। ওয়ার্প চার্জ ৬৫ প্রযুক্তিযুক্ত হওয়ায় ফোনে চার্জ হবে দ্রুত। দুটি ব্যাটারি রয়েছে ফোনে। যা এর বিশেষত্ব।

সিকিউরিটি: ফোনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফ্রন্ট ক্য়ামেরা বেসড ফেসিয়াল লক।

ক্যামেরা: যে কোনও ক্রেতাই ফোনের ক্যামেরায় বিশেষ গুরুত্ব দেন। ৮টি ফোনে রয়েছে চারটি রিয়ার ক্যামেরা। যার মধ্যে রয়েছে ৪৮ মেগাপিক্সেল সোনি আইএমএক্স ৫৮৬ প্রাইমারি সেন্সর ক্যামেরা। সঙ্গে রয়েছে ১৬ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ও ২ মেগাপিক্সেল মোনোক্রোম সেন্সর। সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেল সোনি আইএমএক্স ৪৭১ সেন্সর ক্যামেরা।