কলকাতা: বাজারে আসছে শাওমি-র নতুন ফোন রেডমি নাইন প্রাইম। অগাস্টের ৪ তারিখ থেকে চালু হবে সেল। আমাজন ইন্ডিয়ায় পাওয়া যাবে শাওমি-র এই নতুন ফোন। এই ফোনের ফিচার্স সম্পর্কে সেভাবে কোনও তথ্য খোলসা না করলেও বাজারে এই মোবাইলের টক্কর হবে ওপো রেনো ফোর প্রো স্মার্টফোনের সঙ্গে।


রেডমি নাইন প্রাইমের সেল সংক্রান্ত বিষয়:


ভারতে অগাস্টের ৪ তারিখ বেলা ১২টায় রেডমি নাইন প্রাইম লঞ্চ করবে শাওমি। অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব সহ শাওমি-র সোশাল প্ল্যাটফর্ম থেকে এই স্মার্টফোন সম্পর্কে তথ্য জানা যাবে। রেডমি নাইন প্রাইম বিক্রি হবে আমাজন ও এমআই স্টোর-এ।



রেডমি নাইন প্রাইমের স্পেসিফিকেশন:




  • অক্টাকোর প্রসেসর (২গিগাহার্টজ)

  • ৩জিবি আরএএম

  • ৬.৫৩ ইঞ্চি মোবাইল স্ক্রিন

  • ৩৯৫ পিপিআই, আইপিএল এলসিডি

  • ১৩+৮+৫+২ মেগাপিক্সেল

  • ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেল

  • ৫০২০ এমএএইচ ব্যাটারি, ফার্সট চার্জিং, ইউএসবি টাইপ-সি পোর্ট



ওপো রেনো ফোর প্রো-এর সেল সংক্রান্ত বিষয়:


৫ অগাস্ট থেকে ভারতে চালু হবে ওপো রেনো ফোর প্রো-এর সেল। আমাজন, ফ্লিপকার্ট, পেটিএম, স্ন্যাপডিলে এই পোন পাওয়া যাবে। ৪ জিবি আরএএম সহ ১২৮জিবি স্টোরেজের এই ফোনের দাম ৩৪,৯৯৯ টাকা। স্ট্যারি নাইট, সিল্কি হোয়াইট – এই দুই রঙেই ওপো রেনো ফোর প্রো স্মার্টফোন পাওয়া যাবে।



ওপো রেনো ফোর প্রো-এর স্পেসিফিকেশন:




  • ৬.৫০ ইঞ্চি এইচডি প্লাস এমোলেড স্ক্রিন

  • অ্যান্ড্রয়েড ১০

  • কোয়ালকম ৭২০ জি স্ন্যাপড্রাগন প্রসেসর

  • ৮জিবি আরএএম

  • ১২৮ জিবি স্টোরেজ

  • ৪৮+৮+২+২ মেগাপিক্সেল

  • ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা

  • ৪০০০ এমএএইচ ব্যাটারি, ইউএসবি টাইপ-সি পোর্ট



এছাড়াও এই স্মার্টফোনে রয়েছে বিশেষ কুলিংয়ের ব্যবস্থা।