নয়াদিল্লি: আজ বিশ্বব্যাপী প্রকাশিত হচ্ছে পাবজি মোবাইল ০.১৮.০ আপডেট। পুরনো ভার্সানের তুলনায় নতুন আপডেট প্যাকে একাধিক সংস্কার করা হয়েছে। ম্যাড মিরামার সহ আরও বেশি অস্ত্রশস্ত্র যোগ করা হয়েছে। আগের ভার্সানের তুলনায় নতুন ভার্সান আরও উন্নত এবং সর্বোপরি আগের ভার্সানে যে সমস্যাগুলি ছিল, সেগুলি ঠিক করা হয়েছে।
অ্যান্ড্রয়েড ও আই-ফোন ব্যবহারকারীরা নতুব পাবজি মোবাইল আপডেটকে যথাক্রমে গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এই নতুন আপডেটের বিশেষ আকর্ষণ হল ম্যাড মিরামার,যা মিরামার মানচিত্রকে নতুন রূপে পেশ করতে চলেছে। মানচিত্রের উত্তরে একটি মরুদ্যান রয়েছে। এছাড়া মানচিত্রের উত্তর-পশ্চিমে মিলবে 'আরবান রুইন্স'। ম্যাড মিরামার নতুন একটি রেসট্র্যাকও এনেছে, যা গোটা মানচিত্রে ছড়িয়ে রয়েছে।
এছাড়া, আপডেটে দেখা মিলবে একটি নতুন গোল্ডেন মিরাডো গাড়ির। তবে সেটা শুধুমাত্র একটি স্পন হিসেবে মিলবে। মিরামার মানচিত্রে রয়েছে নতুন ভেন্ডিং মেশিন, বালিঝড়ের প্রভাব এবং নতুন কৃতিত্ব ও পুরস্কার।
পাবজি মোবাইল ০.১৮.০ আপডেটে থাকছে নতুন পি৯০ অস্ত্র। এই অস্ত্রকে 'এরিনা'তে যোগ করা হয়েছে। এটি ৯ এমএম বুলেট ব্যবহার করে এবং ৫০ রাউন্ড ফায়ার করতে সক্ষম। 'ক্লাসিক মোড'-এ রয়েছে নতুন 'ক্য়ান্টেড সাইট' (হেলানো) অ্যাটাচমেন্ট, যা অন্য অ্যাসল্ট রাইফেল, সাবমেশিন গান, স্নাইপার রাইফেল,লাইট মেশিন গান এবং একাধিক শটগানের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এছাড়া, এতে থাকবে 'জঙ্গল অ্যাডভেঞ্চার' মোড।
এর পাশাপাশি, নতুন স্ক্রিনে ফলাফল দেখানোর জায়গাটিতেও বদল আনা হয়েছে। নতুন আপডেটেড ভার্সানে ফলাফলের জায়গাটি অনেক বেশি বিস্তারিত ভাবে দেখা যাচ্ছে। এখন থেকে খেলোয়াড়রা প্রত্যেক অস্ত্রের বিবরণ দেখতে পাবে। এছাড়া, ম্যাচ পরিসংখ্যান দেখতে পারবে এবং অন্যদের সঙ্গে তা তুলনাও করতে পারবে।
খুব শীঘ্রই, পাবজি মোবাইল 'ব্লুহোল মোড ইন এরাঞ্জেল' নামে নতুন 'ইভোগ্রাউন্ড' আনতে চলেছে। আগামী ১৩ মে প্রকাশ পাবে 'রয়্যাল পাস সিজন ১৩'।
পাবজি মোবাইল ০.১৮.০ আপডেট প্রকাশ পাচ্ছে আজ, দেখ নিন, কী কী নতুনত্ব রয়েছে এখানে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 May 2020 04:47 PM (IST)
অ্যান্ড্রয়েড ও আই-ফোন ব্যবহারকারীরা নতুব পাবজি মোবাইল আপডেটকে যথাক্রমে গুগল প্লে ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -