নয়াদিল্লি: আজ থেকে বিক্রি শুরু হচ্ছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা রিয়েলমির 'সি ১১' বাজেট সিরিজ ফোনের। সংস্থার সরকারি ওয়েবসাইট ছাড়াও ইচ্ছুক ক্রেতারা ফোনটিকে ফ্লিপকার্টে কিনতে পারবেন। এই ফোনে রয়েছে দুটি ক্যামেরা। ওয়াটারড্রপ নচ ডিসপ্লে। এছাড়া, রিভার্স চার্জিংও সম্ভব।
ভারতের বাজারে রিয়েলমি সি ১১ ফোনটির দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা। এতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমরি। ফোনটি আসছে রিচ গ্রিন ও রিচ গ্রে রঙে। এখন অনলাইনে বিক্রি হলেও, ভবিষ্যতে ফোনটি রিটেলেও বিক্রি করা হবে।
এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি এইচডি+ ওয়াটারড্রপ ডিসপ্লে। স্ক্রিন রেসোলিউশন ৭২০X১৬০০ পিক্সেল। আসপেক্ট রেশিও ২০:৯। ফোনটি অ্যান্ড্রয়েড ১০ ভার্সান নির্ভর। এতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৫ চিপসেট। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের মোট মেমরি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে।
আজ থেকে অনলাইনে বিক্রি শুরু রিয়েলমি সি ১১ স্মার্টফোনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Aug 2020 02:54 PM (IST)
ভারতের বাজারে রিয়েলমি সি ১১ ফোনের দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা।
NEXT
PREV
gadgets (gadgets) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -