নয়াদিল্লি: দশম বর্ষপূর্তিতে দুটি নতুন ফোন বাজারে আনতে চলেছে চিনা স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা শাওমি। এই দুটি ফোন হল এমআই ১০ আল্ট্রা ও রেডমি কে৩০ আল্ট্রা। সংস্থা জানিয়েছে, দুটি ফোনই আপাতত শুধুমাত্র চিনে মুক্তি পাবে। এই মর্মে নিজেদের ফেসবুক ও ট্যুইটার পেজে ঘোষণা ফোনগুলি সম্পর্কে ঘোষণা করেছে শাওমি।
এক ঝলকে দেখে নেওয়া যাক দুটি ফোনের কিছু বৈশিষ্ট্য-
রেডমি কে৩০ আল্ট্রা
সূত্রের খবর অনুযায়ী, এই ফোনে ফুল এইচডি ও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সঙ্গে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসন ১০০০+ প্রসেসর। ফোনটি চারটি ভেরিয়েন্টে আসবে, যথাক্রমে-- ৮ জিবি র্যাম + ১২৮ জিবি মেমরি, ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি মেমরি, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি মেমরি এবং ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি মেমরি। ফোনে থাকবে ৪৫০০ এমএএইচ ব্য়াটারি। তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। যথাক্রমে -- কালো, সাদা ও হাল্কা সবুজ। ফোনে রয়েছে চারটি ক্যামেরা। মূল ক্যামেরায় রয়েছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সেলফির জন্য ২০-মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা।
এমআই ১০ আল্ট্রা
সূত্রের খবর অনুযায়ী, এই ফোনে ফুল এইচডি ও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। সঙ্গে ১২০ হার্ৎজ রিফ্রেশ রেট এবং শক্তিশালী কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫+ প্রসেসর। দুটি রঙে পাওয়া যাবে এই ফোন। যথাক্রমে -- সেরামিক কালো ও স্বচ্ছ কালো। সেরামিক কালো ফোনটি দুটি ভেরিয়েন্টে আসবে। যথাক্রমে-- ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি মেমরি, ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি মেমরি। এছাড়া, আরও একটি ভেরিয়ান্ট থাকবে--১৬ জিবি র্যাম + ২৫৬ জিবি মেমরি। সংবাদসংস্থার রিপোর্ট অনুযায়ী, ফোনটি যদি ভারতে মুক্তি পায়, তাহলে তার দাম হবে আনুমানিক ১ লক্ষ টাকা।
চলতি মাসের গোড়ায়, ভারতের বাজারে রেডমি ৯ প্রাইম স্মার্টফোন ছাড়ে শাওমি। এই ফোনে রয়েছে শক্তিশালী হেলিও জি৮০ প্রসেসর ও ৫০২০ এমএএইচ ব্যাটারি। রেডমি ৯ প্রাইমের ৬৪জিবি-র দাম ধার্য করা হয়েছে ৯,৯৯৯ টাকা এবং ১২৮জিবির দাম রাখা হয়েছে ১১,৯৯৯ টাকা। আগামী ১৭ অগাস্ট থেকে এই ফোনটি অনলাইনে কিনতে পারবেন ইচ্ছুক ক্রেতারা।