কর্ণাটক: মাত্র এক টাকায় এক জিবি ডেটা! শুনলে বিশ্বাস করাটাই শক্ত। টেলিকম মার্কেটে সস্তা ডেটার জন্য জিও-র নাম পরিচিত। কিন্তু ব্যাঙ্গালোরে এই নতুন প্রকল্পের পরীক্ষামুলক প্রয়োগ করা হচ্ছে। এক স্টার্টআপ এক টাকায় এক জিবি ডেটার অফার প্রাথমিক পর্যায়ে দিচ্ছে। এর প্রয়োগ এখনও পর্যন্ত পরীক্ষামূলকভাবে করা হচ্ছে।  এই পরীক্ষা সফল হলে আগামী দিনে প্রাইম গেমের ক্ষেত্রে নয়া স্টার্টআপ ‘ওয়াইফাই ডাব্বা’ মুকেশ আম্বানির জিও-কে টক্কর দিতে পারে বলেই অনুমান।
২০১৬-তে প্রতিষ্ঠিত এই স্টার্টআপের  প্রাথমিক লক্ষ্য  ব্যাঙ্গালোর শহরে ওয়াই-ফাই-এর মতো পরিষেবা পৌঁছে দেওয়া। সংশ্লিষ্ট মহল সূত্রে বলা হচ্ছে, হাই স্পিড ইন্টারনেটের সুবিধা পাওয়ার জন্য কোনও ইনস্টলেশন বা সাবক্রিপশন ফি-এর প্রয়োজন নেই। দাবি করা হচ্ছে যে, জিও-র প্ল্যানের তুলনায় ‘ওয়াইফাই ডাব্বা’র ডেটা ৩৬০ শতাংশ সস্তা।
কীভাবে কাজ করে ওয়াইফাই ডাব্বা?
‘ওয়াইফাই ডাব্বা’ তার ওয়াইফাই রাউটারের মাধ্যমে কানেক্ট হয়। এর ইনস্টলেশন দোকানে করা যায়। ওয়াইফাই ডাব্বার জন্য ফাইবার কেবল বসানো বা রাস্তা খোঁড়ার প্রয়োজন নেই। দরকার নেই স্পেকট্রাম কেনারও। নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার জন্য গ্রাহককে বিস্তারিত তথ্য দিতে হবে। 'ওয়াইফাই ডাব্বা'-র টোকেন স্থানীয় স্তরে কিনেও বিনা বাধায় ইন্টারনেটের সুবিধা পাওয়া যেতে পারে।
অতিরিক্ত ডেটার প্রয়োজন হলে গ্রাহক অতিরিক্ত দাম দিয়ে কিনতে পারেন। ব্যাঙ্গালোর শহরের বাইরে গ্রাহকরা কোম্পানির ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। এতে পরবর্তী পরিষেবা কোথায় চালু হবে, তা নিয়ে কোম্পানি সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।