LIVE UPDATE: ২৬ তারিখ পর্যন্ত চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না ইডি, জানাল সুপ্রিম কোর্ট

গতকাল রাতেও চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, এফআইপিবি-র বৈদেশিক নীতি সম্পর্কে সিবিআই অফিসাররা জানতে চান তাঁর কাছে।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 23 Aug 2019 01:31 PM
গতকাল রাত ১২টা পর্যন্ত সিবিআই আধিকারিকরা চিদম্বরমকে জেরা করেছেন। আজ সকাল ৯টা থেকে ফের শুরু হয়েছে জেরা।
এয়ারসেল-ম্যাক্সিস মামলায় সিবিআই গত বছর ১৯ জুলাই যে চার্জশিট দায়ের করে তাতে চিদম্বরম ও কার্তির নাম ছিল। কিন্তু সে মাসেই আদালত গ্রেফতারির ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি হয়। তারপর তার মেয়াদ নিয়মিত বাড়তে থাকে। আজ শেষ হচ্ছে সেই স্থগিতাদেশের মেয়াদ।
চিদম্বরমের সমস্যা মেটার এখনই লক্ষণ নেই। এয়ারসেল-ম্যাক্সিস কাণ্ডে গ্রেফতারির হাত এড়াতে তাঁর যে রক্ষাকবচ ছিল, আজই তার মেয়াদ উত্তীর্ণ হচ্ছে। গতকালই আইএনএক্স কাণ্ডে সিবিআই আদালত ৪ দিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে তাঁকে। চিদম্বরম ও তাঁর ছেলে কার্তি উভয়েই এয়ারসেল-ম্যাক্সিস দুর্নীতি ও টাকা পাচার কাণ্ডে অভিযুক্ত।
তবে তাঁর আইনজীবীরা ইডি-র গ্রেফতারি পরোয়ানা বাতিল করার আবেদন করতে পারেন। যদিও জানা গিয়েছে, ইডি-র গ্রেফতারি সংক্রান্ত মামলার শুনানি ২৭ তারিখের আগে হবে না। সোমবার চিদম্বরমের সিবিআই হেফাজত শেষ হচ্ছে। তখন ইডি-ও তাঁকে গ্রেফতারের সুযোগ পাবে।
শুনানির জন্য চিদম্বরম দুটি আর্জি আদালতে পেশ করেন। প্রথমটি ছিল সিবিআইয়ের গ্রেফতারি পরোয়ানার হাত থেকে বাঁচতে, দ্বিতীয়টি ইডি-র গ্রেফতারি পরোয়ানা এড়াতে। তবে সিবিআই ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করে ফেলায় এই আবেদনের আর বিশেষ মূল্য নেই।
চিদম্বরমের জামিনের আবেদনের ওপর আজ শুনানি হবে শীর্ষ আদালতে। গ্রেফতার হওয়ার আগে সিবিআইয়ের হাত এড়ানোর জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই আবেদনের ওপর আজ বেলা ১২টা নাগাদ শুনানি হবে বিচারপতি আর ভানুমতী ও বিচারপতি এ এস বোপান্নার বেঞ্চে, যদিও আগেই গ্রেফতার হয়ে গিয়েছেন তিনি।
আজ সুপ্রিম কোর্টে চিদম্বরমের জামিনের আবেদনের ওপর শুনানি।

প্রেক্ষাপট

নয়াদিল্লি: আইএনএক্স মিডিয়া মামলায় দ্বিতীয় রাত সিবিআই হেফাজতে কাটালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম। গতকাল রাতেও চিদম্বরমকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। সূত্রের খবর, এফআইপিবি-র বৈদেশিক নীতি সম্পর্কে সিবিআই অফিসাররা জানতে চান তাঁর কাছে। তাঁকে নথিও দেখান তাঁরা। প্রায় ৪৫ মিনিট নথি পড়ার পর প্রশ্নের উত্তর দেন চিদম্বরম।

বাড়ি থেকে খাবার দেওয়ার জন্য আবেদন করেছেন চিদম্বরম। গতকাল রাতে দেরিতে ঘুমোন তিনি। আজ সকালে তাঁকে চা আর ২টো বিস্কুট দেওয়া হয়।  আইএনএক্স মিডিয়া কাণ্ডে ৩০৫ কোটি টাকার বিদেশি বিনিয়োগ সংক্রান্ত দুর্নীতির অভিযোগে বুধবার রাতে চিদম্বরমকে গ্রেফতার করে সিবিআই। ২৬ তারিখ পর্যন্ত আদালত তাঁকে সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.