কলকাতা: আবু ধাবির মরুসমুদ্রের মাঝেই তৈরি হচ্ছে একটি হিন্দু মন্দির। আকারে আয়তনে তার চেহারা রীতিমতো চোখ ধাঁধিয়ে দেওয়ার মতোই। আর সেই কারণেই খবরের শিরোনামে উঠে এল BAPS স্বামীনারায়ণ মন্দির (BAPS swaminarayan temple)। মন্দিরের বেশ কিছু বৈশিষ্ট্য রীতিমতো বিস্ময় বললেও কম বলা হয় না। মোট ৭০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে এই বিশাল আকারের হিন্দু মন্দির। 


নির্মাণের গোড়ার কথা


২০১৫ সালে আবু ধাবি গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই সময়েই এই মন্দিরের জন্য জমি কেনা হয়। মোট ১৭ একর জমি ক্রয় করা হয়েছিল। আবু ধাবি সরকার সেই জমি দেন। এর পর ২০১৭ সালে ফের প্রধানমন্ত্রী মোদি আবু ধাবি যান। সেই সময় মন্দিরটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর পর শুরু হয় মন্দিরের নির্মাণ প্রক্রিয়া। ধর্মের বিভেদ ভুলে সংযুক্ত আরব আমিরশাহির এই মন্দিরে রয়েছে বেশ কয়েকটি তাক লাগানো বৈচিত্র্য।


কীভাবে তৈরি হচ্ছে স্বামীনারায়ণ মন্দির


এই বিশাল মন্দিরটি গড়তে এলাহি ব্যবস্থাও করা হয়েছে মন্দির নির্মাতা কর্তৃপক্ষের তরফে। ৪০ হাজার কিউবিক মিটার মার্বেল মন্দির গড়ার কাঁচামাল হিসেবে গড়া হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডস্টোন লাগছে ১,৮০,০০০। এটি গড়তে মোট ১৮ লাখ ইট লেগেছে । মন্দির নির্মাণ করতে এখনও পর্যন্ত ৪ লাখ ঘন্টা কাজ করেছেন নির্মাণকর্মীরা। তবে এখনও মন্দিরের সব কাজ শেষ হয়নি। বরং এখনও অনেকাংশের কাজ বাকি রয়েছে।  যা শেষ হতে আরও বেশ কিছু সময় জরুরি। ধর্মীয় বিভেদ ভুলে সাংস্কৃতিক যোগসাধনের একটি মিলনক্ষেত্র হয়ে উঠতে চলেছে এই হিন্দু মন্দির। মোট ১০৮ ফুট উঁচু হবে এই মন্দির। 


মন্দিরের নকশা ও অন্যান্য কারুকাজ


মন্দিরের ভিতরকার নকশাও রীতিমতো তাক লাগিয়ে দেওয়ার মতোই। মন্দিরের দেওয়ালে প্রাচীন বৈদিক নকশা তৈরি করা হয়েছে। ভারতের শিল্পীদের সাহায্যে মন্দিরে বেশ কিছু নকশা তৈরি করা হয়েছে। তার পর তা আবু ধাবিতে নির্মাণের কাজে নিয়ে যাওয়া হয়েছে‌। অন্যদিকে মন্দিরের নির্মাণ কার্যে বিদেশি শ্রমিকরাও যোগ দিয়েছেন।


চমক অন্য়দিকেও ! 


নির্মাণের উপাদান ছাড়াও আরও চমক রয়েছে। সব মিলিয়ে ৫০ হাজারেরও বেশি বিখ্যাত ব্যক্তিত্ব এই মন্দিরের নির্মাণকাজে এসে ইট স্থাপন করে গিয়েছেন। এই তালিকায় রয়েছে সঞ্জয় দত্ত, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মতো ব্যক্তিরা। আগামী ১৪ ফেব্রুয়ারি এই মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।


আরও পড়ুন: IPS Success Story: দু'বারের চেষ্টায় পেরোতে পারেননি প্রথম ধাপও, হাল ছাড়েননি IPS আশনা