Aloe Vera Gel For Hair: অ্যালোভেরা জেল (Aloe Vera Gel) শুধুমাত্র ত্বকের জন্য নয়, চুলের স্বাস্থ্যের (Hair Health) জন্যেও ভাল। চুলের সঠিক বৃদ্ধিতে (Hair Growth) সাহায্য করে অ্যালোভেরা জেল। নতুন চুল গজাতেও (Hair Grow) সহায়তা করে এই উপকরণ। অ্যালোভেরা জেল কীভাবে চুলে ব্যবহার করলে সবচেয়ে বেশি উপকার পাবেন, জেনে নিন।
- বাড়িতে অ্যালোভেরা গাছ থেকে সেখান থেকে সহজে অ্যালোভেরা জেল পেয়ে যাবেন আপনি। এই জেল মাথার তালু এবং চুলের লম্বা অংশে ভালভাবে লাগিয়ে নিন। তারপর ৩০ মিনিট রেখে দিন। এরপর হাল্কা ধরনের শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে পরিষ্কার করে নিন। মাথার তালুতে অ্যালোভেরা জেল দিয়ে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালভাবে সম্পন্ন হবে। তার ফলে হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত হবে। এর ফলে নতুন চুল গজাবে।
- নারকেল তেলের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে এবং মাথার তালুতে ম্যাসাজ করলে আর্দ্র থাকবে আপনার মাথার তালু এবং চুল। এই মিশ্রণ দিয়ে ম্যাসাজের পর ৩০ মিনিট রেখে দিন। তারপর চুল ধুয়ে ফেলুন।
- অ্যালোভেরা জেলের সঙ্গে ক্যাস্টর অয়েল মিশিয়েও চুলে এবং স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। এর ফলে নতুন চুল গজাবে। চুলের সঠিক ভাবে বৃদ্ধি হবে। ক্যাস্টর অয়েল হেয়ার ফলিকলের মুখগুলি উন্মুক্ত করে। তার ফলে সহজে নতুন চুল গজাবে।
- ইয়োগার্টের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে এবং তালুতে ম্যাসাজ করতে পারেন। এছাড়াও ইয়োগার্টের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে তৈরি করে নিতে পারেন হেয়ার মাস্ক। অ্যালোভেরা জেলের সঙ্গে মধু মিশিয়েও তৈরি করা যাবে বাড়িতেই হেয়ার স্পা তৈরি করার উপকরণ। এসেনসিয়াল অয়েল মিশিয়েও অ্যালোভেরা জেল দিয়ে তৈরি করা যায় হেয়ার মাস্ক।
অ্যালোভেরা জেল চুলের স্বাস্থ্যের কী কী উপকার করে
- চুল এবং মাথার তালুতে আর্দ্রতা বজায় থাকে।
- নতুন চুল গজায়। চুলের রুক্ষ, শুষ্ক ভাব কমায়।
- চুল লম্বায় সঠিক ভাবে বৃদ্ধি পায় অ্যালোভেরা জেলের সাহায্যে।
- চুল ভঙ্গুর প্রকৃতির হলে তা মেরামত সম্ভব অ্যালোভেরা জেলের সাহায্যে।
- চুল মাঝখান থেকে ভেঙে গেলে কিংবা চুলের ডগা ফেটে গেলে সেই সমস্যাও দূর করে অ্যালোভেরা জেল।
ডিসক্লেইমার: লেখায় উল্লেখিত দাবি বা পদ্ধতি পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই সরাসরি বিশেষজ্ঞ/চিকিৎসকের পরামর্শ নিন।
আরও পড়ুন- মুখশুদ্ধি কিংবা রান্নার মশলা নয়, কাঁচা মৌরি ভেজানো জলের গুণ অনেক বেশি
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।