নয়াদিল্লি : অ্যামাজন প্রাইম মেম্বারশিপ করতে অভ্যস্ত? তাহলে আপনার জন্য এই খবরটা বেশ ধাক্কা দিতে পারে। এক ধাক্কায় অনেকটা দাম বাড়ল অ্যামাজন প্রাইম মেম্বারশিপের (Amazon Prime Membership)। মাসিক, ত্রৈমাসিক এবং বার্ষিক, প্রতিটা ক্ষেত্রেই মেম্বারশিপের খরচ ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে অ্যামাজন। জানা যাচ্ছে এমনটাই।


আরও পড়ুন - Amazon Festival Sale: বেশি দামের জন্য কেনা হয়নি ভ্যাকিউম ক্লিনার ? নজর দিন অ্যামাজনের সেলে


আরও পড়ুন - Amazon Festival Sale: Redmi Note 10 Pro Max-এ বিশাল ছাড়, ১০৮ এমপি-র ক্যামেরা ফোন ১৫ হাজার টাকার কমে


পিটিআই সূত্রে খবর, অ্যামাজনের পক্ষ থেকে এক মুখপাত্র এদিন জানিয়েছেন যে, ভারতে অ্যামাজন প্রাইম মেম্বারশিপ নেওয়ার জন্য বার্ষিক প্ল্যানে ৯৯৯ টাকার পরিবর্তে ১৪৯৯ টাকা, তিন মাসের প্ল্যানের ক্ষেত্রে ৩২৯ টাকার পরিবর্তে ৪৫৯ টাকা এবং মাসিক প্ল্যানে ১২৯ টাকার পরিবর্তে ১৭৯ টাকা বেড়ে হয়েছে। যদিও কবে থেকে এই বর্ধিত মেম্বারশিপের খরচ থেকে চালু হবে, সেই সম্পর্কে এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনও দিন জানানো হয়নি।


আরও পড়ুন - Amazon Festival Sale : আকর্ষণীয় ছাড় দিচ্ছে অ্যামাজন, করবা চওথের আগে কিনে ফেলুন মেহেন্দি ট্যাটু ও পুজোর সামগ্রী


আরও পড়ুন - Amazon Festival Sale: দীপাবলিতে হতে পারে সেরা উপহার, ১০ হাজারেরও বেশি ছাড় পান লেনোভো ট্যাবলেটে


অ্যামাজনের পক্ষ থেকে ওই মুখপাত্র আরও বলেছেন যে, 'আজ থেকে প্রায় পাঁচবছর আগে অ্যামাজন প্রাইম ভারতে লঞ্চ করে। আর সেদিন থেকে গ্রাহকদের পছন্দের মূল্য দেয়। গ্রাহকদের শুধু মনোরঞ্জনের উদ্দেশ্যই নয়। ভাবা হয় তাঁদের শপিং থেকে টাকা বাঁচানোর যাবতীয় সুবিধা দেওয়ার। আমরা আজও গ্রাহকদের সেরা পরিষেবা দেওয়ার কথা ভাবি। আগামীদিনেও এই কাজই করে যাবো।'


আরও পড়ুন - Amazon Festival Sale: ব্র্যান্ডেড কুর্তাতেও বড় ছাড়, এই ৫ কোম্পানি দিচ্ছে বাম্পার অফার


আরও পড়ুন - Amazon Festival Sale:অ্যামাজনের সেলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়, জেনে নিন এনার্জি সেভার টপ ৫ গিজারের দাম