কলকাতা: গরম এসে গিয়েছে। তার সঙ্গেই হাজির অ্যামাজন সেলও (Amazon Summer Sale)। গৃহস্থালি জিনিস থেকে মোবাইল, ইলেকট্রনিক্স থেকে ফ্যাশন--বাড়ি বসেই সস্তায় মিলবে সব কিছুই।  ৪ মে থেকে অ্যামাজনে শুরু হয়েছে সামার সেল (Amazon Summer Sale)। রয়েছে একাধিক নজরকাড়া ডিসকাউন্ট। একাধিক ব্যাঙ্কের কার্ড পেমেন্টে রয়েছে তাৎক্ষণিক (Instant) ডিসকাউন্ট। ICICI ব্যাঙ্ক, Kotak ব্যাঙ্ক, এবং RBL ব্যাঙ্কের কার্ড পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত আলাদা তাৎক্ষণিক ক্যাশব্যাক রয়েছে।


দেখুন অ্যামাজনের সামার সেলে কী কী রয়েছে


ভরপুর ডিসকাউন্ট:


গৃহস্থালির জিনিসপত্রে রয়েছে একাধিক ডিসকাউন্ট। রান্নাঘর থেকে পরিস্রুত পানীয় জলের মেশিন (water purifier) সবেতেই মিলছে বড় মাপের ছাড়। ঘর সাজানোর জিনিসেও মিলছে নানা ছাড়, ছাড় রয়েছে আসবাবপত্রের উপরেও। 


Aquaguard Delight-এর তরফে Eureka Forbes AquaSure-এ মিলছে ৪৭ শতাংশ পর্যন্ত ছাড়। ওয়াটার পিউরিফারটি মিলবে সাড়ে আট হাজার টাকায়।  রয়েছে বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে কিস্তিতে (EMI) দাম মেটানোর সুবিধাও।




এখানে দেখুন কত দামে পাবেন Eureka Forbes AquaSure


বিপুল সাশ্রয় ইলেকট্রনিক্সে:

রয়েছে একাধিক স্মার্টটিভির অপশন। কুড়ি হাজার টাকারও কম দামে মিলবে রেডমির ৩২ ইঞ্চির স্মার্ট টিভি। Redmi 80 cm (32 inches) HD মিলবে ১৩,৯৯৯ টাকায়। মোট সাশ্রয় হবে ৪৪ শতাংশ। রয়েছে বিভিন্ন ব্যাঙ্কের মাধ্যমে EMI এবং No Cost Emi-এর  সুবিধাও।




এখানে দেখুন কত দামে পাবেন  Redmi স্মার্ট টিভি


যাঁদের ক্যামেরা পছন্দ তাঁদের জন্য ক্যামেরার বহু অপশন আনছে অ্যামাজন। বিশাল অফারে মিলছে বিভিন্ন ডিএসএলআর ক্যামেরা। Canon EOS 200D II -এর উপর মিলছে দশ শতাংশ ছাড়। রয়েছে ইএমআই-এর সুবিধা। মাত্র ২৫৪২ টাকা থেকে শুরু হচ্ছে EMI অফার। 


দেখুন কোন ক্যামেরায় রয়েছে কী অফার  


রান্নাঘরের নিত্যপ্রয়োজনীয় নানা জিনিসেও মিলবে বিপুল ছাড়। জলের বোতন থেকে রুটির ক্যাসারোল, ঘর মোছার জিনিস থেকে গরম জল করার বৈদ্যুতিক কেটলি। অ্যামাজনের সামার সেলে রয়েছে বিপুল পরিমাণের সম্ভার।


দেখুন অ্য়ামাজনের সামার সেলের ট্রেন্ডিং ডিল


ডিসক্লেইমার: এই সমস্ত তথ্য শুধুমাত্র Amazon এর ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে। পণ্য সম্পর্কিত কোনও অভিযোগের জন্য, আপনাকে অ্যামাজনে গিয়ে যোগাযোগ করতে হবে। এবিপি আনন্দ এখানে উল্লিখিত পণ্যের গুণমান, মূল্য এবং অফার নিশ্চিত করে না।