কলকাতা: রাত পেরোলেই এপ্রিল ফুল ডে। কমবেশি সকলেই জানেন, এই দিনটিকে কেন এপ্রিল ফুল (April Fool's Day) বলা হয়। এপ্রিল মাসের প্রথম দিনটাকে বলা হয় এপ্রিল ফুল ডে। আর এই দিনটি পরিচিতদের বোকা বানানোর শুভ মহরৎ। তবে এপ্রিল ফুল ডে হাল আমলের ব্যাপার নয়। বরং বেশ কয়েক শতাব্দী আগে থেকেই এই দিনটি নানা উল্লেখ পাওয়া যায় এপ্রিল ফুলেরও (April Fool's Day 2024) একটি দীর্ঘ ইতিহাস রয়েছে বলে মনে করেন অনেকে। সেই ইতিহাসের কথাই তুলে ধরা এখানে।


এপ্রিল ফুল ডে'র মজার কাহিনী (April Fool's Day Facts)



  • এপ্রিল ফুল ডে বা  অল ফুলস ডে বহুদিন আগে থেকেই পালন করা হয় মনে করা হয় প্রাচীন রোমে এই দিনটি একটি ছুটির দিন হিসেবে পালন করা হতো। দিনটিকে হিলারিয়া বলা হতো এপ্রিল ফুলস ডে'র মতোই এই দিন সবাইকে বোকা বানানো হতো।

  • আরেকটি তত্ত্ব বলছে, ১৫৬৪ সালে শুরু হয়েছিল এই দিনটি। ওই বছর ফ্রান্সে নবম চার্লস একটি ডিক্রি জারি করেন।‌ সেই ডিক্রিতে বলা হয়, এবার থেকে বছর জানুয়ারি মাসের ১ তারিখে শুরু হবে। এর আগে বছর শুরু হতো ইস্টারের দিন। ঘটনাচক্রের পড়তো ইস্টারের তারিখ পড়তো ১ এপ্রিলের আশেপাশে। ডিক্রিতে বলা হয়েছিল যারা এপ্রিল মাসে নববর্ষ পালন করবেন, তাদেরকে এপ্রিল ফুল বলা হবে।

  • আবার অনেকে আবহাওয়ার উপরে গায়ে চাপানো এই দিনটির মাছের একুশ তারিখ থেকে সূর্যের অবস্থান পাল্টাতে থাকে যার ফলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হয় এতেই বোকা মনিরের মানুষ আর তা-ই নাকি এপ্রিল ফুল!

  • স্কটল্যান্ডে এপ্রিলফুল আবার একদিন নয়, দুদিন ধরে পালন করা হয়। ১ এপ্রি ল এপ্রিল গোখ নামে পরিচিত একে গোকি ডে-ও বলা হয়। এর দ্বিতীয় দিনটি তাইলি ডে নামে পরিচিত। এই দিন বন্ধুদের পশ্চাতদেশে কিক মি অর্থাৎ আমাকে মারো পোস্টার লিখে সাঁটিয়ে দেন অনেকে।

  • আবার অনেকে মনে করেন, জিওফ্রে চসারের ক্যান্টারবেরি টেলসও জড়িয়ে রয়েছে দিনটির সঙ্গে। মনে করা হয়, ১৮৩৭ সালে এই দিনটিতেই রেকর্ড করা হয়েছিল ক্যান্টারবেরি টেলস। যা বোকা বানানোর একটি বড় ইঙ্গিত। 


তথ্যসূত্র - এবিপি লাইভ


আরও পড়ুন - Eye Care: অতিবেগুনি রশ্মিতে বড় বিপদ চোখের, রোগ এড়াতে ভরসা রাখবেন কীসে ?